ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

নতুন বছরে প্রথম কোটিপতি ইমরান!

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮ , ০৫:১৪ পিএম


loading/img

গত বছর ১৫ মে থেকে নতুন মডেল রোতসীর ‘মন খারাপের দেশে’ ভেসে বেড়াচ্ছিলেন রোমান্টিক গানের সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল।

বিজ্ঞাপন

অন্তর্জালে ভাইরাল হওয়া জনপ্রিয় এই গানটি নতুন বছরে এসে চমকে দিলো সবাইকে। ২৩ জানুয়ারি দুপুর নাগাদ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি অতিক্রম করেছে এক কোটি ভিউ-এর মাইলফলক!

ইমরান জানান, ‘২০১৭ সালে বাংলাদেশে প্রকাশিত মিউজিক ভিডিওর মধ্যে এটাই প্রথম কোনো গান যা এক কোটির ঘর অতিক্রম করল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের খবর। বছরের শুরুতেই এমন একটি মাইলফলক ছুঁতে পেরে আমি আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার। কৃতজ্ঞতা জানাই এর প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রতি।’
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘বুঝলাম, আমাকে নায়করাজ রাজ্জাক হতে হবে’
--------------------------------------------------------

‘আর দর্শক-শ্রোতাদের প্রতি ভালোবাসা তো থাকছেই। আমি মনে করি গত বছরে প্রকাশিত অসংখ্য গানের ভিড়ে আমাদের এই গানটি সবচেয়ে সফল- সেটাই প্রমাণ হলো ইউটিউবের এই কোটি ভিউ’র মাধ্যমে।’- বললেন ইমরান।

গানটির সুর করেছেন নাজির মাহমুদ, সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু আর লিখেছেন শরীফ আল-দীন। ইমরান ও রোতসীকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

বিজ্ঞাপন

গানটি মাত্র আট মাসে ইউটিউবে কোটির ঘর পেরুনো নিয়ে উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠানও।

আরও পড়ুন: 

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |