• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

এ কোন ইমরান!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৪
ছবি : সংগৃহীত

সঙ্গীতশিল্পী ইমরানকে দেখে একটু ভয় পেয়ে যেতে পারেন। ইমরান এবার বলতেই পারেন, ‘আমি মানুষ নই, রোবট।’সোমবার ৫ ফেব্রুয়ারি রাতে ‘এমন একটা তুমি চাই’শিরোনামের একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

যেখানে ইমরান নিজেই নায়কের চরিত্রে হাজির হয়েছেন। তবে এটি অন্যরকম নায়ক, যন্ত্রমানব! অর্থাৎ ইমরান এবার হাজির হয়েছেন রোবট হিসেবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আর এতে রোবট ইমরানের আবিষ্কারক ও নায়িকা হিসেবে অভিনয় করেছেন মডেল সাফা কবির।

ইমরান বলেন, মিউজিক ভিডিওর শেষ প্রান্তে গেলে দর্শকরা চমকে যাবেন। বুঝবেন আমি আসলে মানুষ নই, রোবট। তবে এই রোবট মানবিক অনুভূতিসম্পন্ন। সে ভালোবাসতে শিখে গেছে তার আবিষ্কারককে! এখানেই আসল মজা।

‘এমন একটা তুমি চাই’গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

--------------------------------------------------------
আরও পড়ুন: রাজপথে নেত্রী নাট্যমঞ্চে অভিনেত্রী
--------------------------------------------------------

মডেল সাফা কবির বলেন, সাধারণত মিউজিক ভিডিও আমি করতে চাই না। তবে ইমরানের এই গানটি শোনার পর এবং ভিডিও পরিকল্পনা জানার পর আগ্রহ নিয়েই কাজটি করলাম। ভালো একটা কাজ হলো আমাদের।

এদিকে গত বছর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ইমরানের গান-ভিডিও ‘মন খারাপের দেশে।’ চলতি বছরের ২৩ জানুয়ারি ভিডিওটি অতিক্রম করেছে এক কোটি ভিউ-এর মাইলফলক।

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একসঙ্গে চমক নিয়ে হাজির হচ্ছেন আসিফ-ইমরান
ইমরান-পড়শীর ‘কথা একটাই’
যৌনদৃশ্যে আপত্তি, ইমরান হাশমিকে কোয়েলের না
বিপিএলে পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ ইমরান তাহিরের