ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কথা রাখলেন ববি

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ , ০৬:৪৭ পিএম


loading/img

কিছুদিন আগে ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন চিত্রনায়িকা ববি। জানিয়েছিলেন ভালোবাসা দিবসে তার প্রযোজিত ও অভিনীত বহুল আলোচিত ছবি ‘বিজলীর’ একটি রোমান্টিক গান অনলাইন ও অন্যান্য মাধ্যমে মুক্তি পাবে। বিশেষ এই দিনেই ভক্তদের সঙ্গে গানের আনন্দ ভাগাভাগি করবেন তিনি।

বিজ্ঞাপন

অবশেষে সেই কথাই রাখলেন ববি। ‘উড়ে উড়ে মন’ নামে গানটি বের হয়েছে। এরইমধ্যে ইউটিউবে ঝড়ও তুলেছে গানটি। মাত্র ১ দিনের মধ্যেই গানটি ভিউ হয়েছে প্রায় আড়াই লাখ বার।

গানটিতে কণ্ঠ দিয়েছেন অদিতি সং শর্মা এবং আকাশ। কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘মনের মতো কাউকে পেলে বিয়ে করব’
--------------------------------------------------------

হালের এই গ্লামারস নায়িকা ববি আরটিভি অনলাইনকে বলেন, খুব মিষ্টি একটি গান। আর গানটির শুটিং হয়েছে ব্যাংককে। আমার সঙ্গে আছেন ছবির নায়ক রনবীর। গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছি। যতদিন যাচ্ছে দর্শকদের আগ্রহ বাড়ছে। ছবিটি নিয়ে আশাবাদী করে তুলছে।

তবে ছবিটি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ববি। নিজের  স্বপ্নের ছবিটি বুঝেশুনে মুক্তি দিতে চান তিনি। তার বিশ্বাস ভিন্নধর্মী সুপারহিরো-সুপারহিরোইন ছবিটি দর্শকরা পছন্দ করবেন। 

বিজ্ঞাপন

‘বিজলী’ পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এদিকে বর্তমানে ‘নোলক’ এবং ‘বেপরোয়া’ নামে আরও দুটি ছবি হাতে আছে ববির। ২০১৮ সাল নিয়ে ভীষণ আশাবাদী এই নায়িকা। তার বিশ্বাস এই বছর ক্যারিয়ারে তার অন্য এক মাত্রা যোগ হবে।

আরও পড়ুন:

এম/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |