ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

শিলার ছুটে চলা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০১ মার্চ ২০১৮ , ০৫:৪৭ পিএম


loading/img

তুমুল সম্ভাবনা নিয়ে চলচ্চিত্রে পা রাখেন শিরিন শিলা। ক্যারিয়ারের প্রথম ছবি ‘হিটম্যান’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় এবং একটি আইটেম গানে পারফর্ম করে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। 

বিজ্ঞাপন

এরপরের ঘটনা সবার জানা। একে একে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজী, মন জানে না মনের ঠিকানা ছবির মাধ্যমে বড় পর্দায় হাজির হন তিনি। ক্যারিয়ারে এখন বেশ ভালো সময়ে বিরাজ করছেন শিলা। বেশ কিছু ছবি হাতে আছে তার।    

এই মুহূর্তে শিলার হাতে ‘এক কোটি টাকা’, ‘আমার সিদ্ধান্ত’ ‘স্যরি’, ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘দম’ ছবিগুলো রয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ‘দম’ ছবিটি ছাড়া বেশিরভাগ ছবির শুটিং শেষ দিকে আছে। চলতি মাসের ১০ তারিখ ‘আমার সিদ্ধান্ত’ ছবির শুটিং শুরু হবে বলে জানালেন শিলা। অন্যদিকে ‘এক কোটি টাকা’ ছবির শুটিং চলতি মাসের শেষে হবার সম্ভাবনা রয়েছে।

শিরিন শিলা আরটিভি অনলাইনকে বলেন, আমার ছবিগুলোর প্রতিটি গল্প আলাদা। বাণিজ্যিক ধারার এই ছবিগুলো দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।

তিনি আরও বলেন, এসব ছবিতে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এবার নতুন এক লুকে শিলাকে দর্শকরা দেখতে পাবেন। এছাড়াও নতুন ছবির প্রস্তুতি হিসেবে নিয়মিতভাবে ড্যান্স ও জিম করছি। 

বিজ্ঞাপন

এ বছর কয়টি ছবি মুক্তি পাবে জানতে চাইলে শিলা বলেন, বেশির ভাগ ছবির শুটিং শেষের পথে। সবকিছু ঠিক থাকলে এ বছরই ছবিগুলো মুক্তি পাবে। তবে ছবি মুক্তি দেয়ার বিষয়টি প্রযোজক-পরিচালকের উপর নির্ভর করে। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: 

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |