মার্কিন গায়ক নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান অনুষ্ঠিত হবে আজ শনিবার সন্ধ্যায়। স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে ‘রোকা সেরিমনি’ অর্থাৎ পান-চিনি পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্য ও কাছের মানুষজন উপস্থিত ছিলেন। খবর হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, পাঞ্জাবি রীতিনীতি ‘রোকা সেরিমনি’ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কার বাড়িতে পূজোর অনুষ্ঠান হয়েছে। সকালেই পুজোর সামগ্রী নিয়ে পুরোহিতকেও প্রিয়াঙ্কার জুহুর বাড়িতে ঢুকতে দেখা যায়। এছাড়া অনুষ্ঠান উপলক্ষে নানান সামগ্রী গাড়ি থেকে প্রিয়াঙ্কার বাড়ির সামনে নামাতেও দেখা গেছে।
ভারতীয় রীতিতেই পোশাক পরেন নিক-প্রিয়াঙ্কা। শুধু তাই নয় নিকের পরিবারের সদস্যদের রীতিনীতি মেনেই পোশাক পরতে দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ের সুবারবান হোটেলে অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ২০০ কক্ষ প্রস্তুত করা হয়েছে। সেখানে জমকালো পার্টি বলিউডের অনেক তারকার সমাগম দেখা যাবে।
-------------------------------------------------------
আরও পড়ুন : সালমানের প্রথম ভালো লাগা কে?
-------------------------------------------------------
গেল বৃহস্পতিবার রাতে মা ডেনিস ও বাবা কেভিন জোনাস সিনিয়রকে নিয়ে মুম্বাই পৌঁছেছেন নিক জোনাস। তাদের সঙ্গে ছিলেন ভাই কেভিন ও জো জোনাস। বিমানবন্দরে শ্বশুরবাড়ির লোকেদের স্বাগত জানান প্রিয়াঙ্কা নিজেই।
শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে নিকে ২৬ বছরের জন্মদিনের পরই এই গায়কের সঙ্গে বিবাহ-বন্ধনে বাঁধা পড়বেন প্রিয়াঙ্কা।
এম/এমকে