ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অভিষেক-কারিশমার বিচ্ছেদ হয়েছিল কেন?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮ , ১১:৩৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের বাগদান হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাদের বিয়ে ভেঙে যায়। এরপরই ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন অভিষেক। অন্যদিকে কারিশমা গাঁটছড়া বাঁধেন শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে।

বিজ্ঞাপন

তবে কারিশমা-সঞ্জয়ের সংসার ভেঙে যায়। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে সুখের সংসার করছেন অভিষেক। সম্প্রতি হঠাৎ করেই অভিষেক-কারিশমার বিচ্ছেদের বিষয়টি সামনে নিয়ে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম। কেন বিচ্ছেদ হয়েছিল অভিষেক-কারিশমার?

বাগদান পর্ব সম্পন্ন হবার এক মাসের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের। কী কারণে কাপুর-কন্যার সঙ্গে জুনিয়র বচ্চনের বিচ্ছেদ হয়ে যায়, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

কাপুর পরিবারের ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, বিয়ের পর কারিশমাকে নিয়ে আলাদা থাকতে হবে অভিষেককে। এমনই নাকি দাবি করেছিলেন কারিশমা কাপুর। যা শুনে বেঁকে বসেন অভিষেক বচ্চন। বিয়ের পর বাবা-মাকে ছেড়ে কখনওই তিনি স্ত্রী কারিশমার সঙ্গে আলাদা সংসার গড়তে পারবেন না বলে জানিয়েছিলেন। এরপরই অভিষেককে বিয়ে করার সিদ্ধান্ত থেকে কারিশমা সরে আসেন বলে শোনা যায়।

অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক কেমন? বলিউডের দুই হাই প্রোফাইল বাড়ির সন্তানদের বাগদান পর্বের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় কারিশমা কাপুরকে।  তিনি জানিয়েছিলেন, অভিষেক তার জীবনের সেরা মানুষ। তিনি যেমন জীবনসঙ্গী চেয়েছিলেন, অভিষেক ঠিক তেমন বলেও মন্তব্য করেন কারিশমা। খবর: জিনিউজ।

আরও পড়ুন :

পিআর/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |