ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

প্রিয়াঙ্কার ‘ভুল’

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮ , ০২:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশের শুদ্ধসঙ্গীতের চর্চায় নিবেদিত শিল্পী হিসেবে সুনাম কুড়িয়েছেন প্রিয়াঙ্কা গোপ। এরই মধ্যে এই শিল্পীর বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায় গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি।

বিজ্ঞাপন

অনেক দিন পর নতুন একটি গান প্রকাশ করলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত  এই শিল্পী। প্রিয়াঙ্কা গোপের গাওয়া ‘ভুল’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শেখ জসীম।

‘ভুল তো মানুষেরই হয়, তাই বলে ভাঙ্গবে হৃদয়’ এমন কথার গানটির সঙ্গে আলো-আঁধারীর খেলায় ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

এই গান প্রসঙ্গে  সঙ্গীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ বলেন, আমি মূলত উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী। আমি মনে করি আমার শ্রোতারা বেশ নির্বাচিত। সাধারণত আমি যে ধারার গান করি এটি তার বাইরের নয়। আশা করছি সবারই ভালো লাগবে।

আরও পড়ুন :

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |