ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০১ অক্টোবর ২০১৮ , ০৩:৫৮ পিএম


loading/img

টালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম অঙ্কুশ। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা। তারা দুজন দীর্ঘ ৭ বছর চুটিয়ে প্রেম করছেন।

বিজ্ঞাপন

এবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের তারিখ চূড়ান্ত হলো। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে অঙ্কুশ জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যেই বিয়ে করবেন তারা।

বিষয়টি নিয়ে ঐন্দ্রিলার কাছে জানতে চাইলে হেসে এই অভিনেত্রী বলেছিলেন, ‘অঙ্কুশ কেন বিয়ের কথা বললো জানি না। ওর সব বান্ধবীদের বিয়ে হয়ে গিয়েছে তো। তাদের ছেলে-মেয়েরা অঙ্কুশকে কাকু বলে ডাকছে। তাই হয়তো ওর মনে হয়েছে এবার থিতু হবে।’

বিজ্ঞাপন

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী বছরের ২০ ফেব্রুয়ারি প্রথমে রেজিস্ট্রি।  এরপর সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

তবে ঐন্দ্রিলা বলেছেন, ‘এখনও কিছুই ফাইনাল হয়নি।’ শোনা যাচ্ছে, এই দুই তারকার বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র।

অঙ্কুশের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘কেল্লাফতে’। এরপর ইডিয়ট, খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জুলিয়েট, জুলফিকার, আমি যে কে তোমারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে ঐন্দ্রিলা কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী। ‘ফাগুন বউ’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন  :

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |