• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ অক্টোবর ২০১৮, ১৬:৫৩
ছবি সংগৃহীত

গত বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র আয়োজন নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। এবারও বিতর্ক পিছু ছাড়ছে না সুন্দরী প্রতিযোগিতার এই আয়োজনের।

গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’। চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ১০ প্রতিযোগী হলেন- নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

কিন্তু দুই প্রতিযোগীর হাস্যকর উত্তর নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দ্বিতীয় হয়েছেন ‌নিশাত মাওয়া সালওয়া। তৃতীয় হয়েছেন না‌জিবা বুশরা।

-------------------------------------------------------
আরও পড়ুন : না ফেরার দেশে রাজ কাপুরের স্ত্রী
-------------------------------------------------------

বিচারক খালেদ আহমেদ সুজন প্রতিযোগী আফরিন সুলতানা লাবণীর কাছে জানতে চান, H2O মানে কি? উত্তরে লাবণী কিছু বলতে না পারলে খালেদ আহমেদ সুজন বলে দেন, H2O মানে হলো পানি। এরপর লাবণী বলেন, স্যার H2O নামে একটা রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে। এরপর সুজন বিরক্ত হয়ে বলেন, H2O মানে রেস্টুরেন্ট এটা জানি, কিন্তু H2O মানে পানি এটা জানি না ভেরি স্যাড।

এরপর বিচারক ইমি প্রশ্ন করেন সুমনা নাথ অনন্যাকে। শুরুতেই ইমি বলেন, ‘আমি ইন্টেলেকচুয়াল প্রশ্ন করতে পারি না। এখানে সব গর্জিয়াস লেডিরা দাঁড়ানো, এখানে ইন্টেলেকচুয়াল প্রশ্ন করা ঠিক হবে না। আমি একেবারে ইজি একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে, তোমাকে যদি তিনটা উইশ দেয়া হয়, নিজের জন্য একটা উইশ করতে পারবে, অথবা ফ্যামিলির জন্য একটা উইশ করতে পারবে অথবা দেশের জন্য একটা উইশ করতে পারবে। তুমি এই তিনটা থেকে কোন উইশটা পছন্দ করবে? যে উইশটা পছন্দ করবে সে উইশটা কি?’

উত্তরে সুমনা নাথ অনন্যা বলেন, ‘অ্যাট ফার্স্ট আমি প্রথমে যেটা উইশ করতে চাই সেটা আমার কান্ট্রির জন্য। বাংলাদেশে অনেক বড় সি-বীচ রয়েছে কক্সবাজার, দ্বিতীয় সুন্দরবন রয়েছে ও অনেক অনেক পাহাড় পর্বত রয়েছে। আমি এই গুলোকেই উইশ করবো।’ এমন জবাব শুনে ইমিও খানিকটা বিরক্ত হন যা, তার এক্সপ্রেশন দেখেই বোঝা যায়।

ফাইনালে চূড়ান্ত বিজয়ী আগামী ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে ৮ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হবে।

আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুভেচ্ছাদূত হলেন ঐশী