ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৯ অক্টোবর ২০১৮ , ০৪:২৬ পিএম


loading/img

বলিউডের নন্দিত অভিনেতা অলোক নাথ। এবার এই অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলো। প্রযোজক-চিত্রনাট্যকার বিনতা নন্দ সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতার নামে ধর্ষণের অভিযোগ করলেন। এরপর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিনতা নন্দা অবশ্য ১৯ বছর আগের ঘটনা শেয়ার করার সময় কারও নাম উল্লেখ করেননি। তবে পোস্টের শেষের দিকে ধর্ষক হিসাবে বলিউডের ‘সংস্কারি’ অভিনেতা বলে জানান। এতেই অলোক নাথের নাম স্পষ্ট হয়।

দীর্ঘ ফেসবুক পোষ্টের সারাংশ অনেকটা এমন, একটি ধারাবাহিকের প্রযোজক ও চিত্রনাট্যকার ছিলেন তিনি। শুটিংয়ের ফ্লোরে নিয়মিত মদ্যপান করতেন অলোক নাথ। শুটিংয়ের সময় একদিন ধারাবাহিকটির প্রধান অভিনেত্রীর সঙ্গে অলোক নাথ অশভ্য আচরণ করেন। ঘটনার পর অলোক নাথকে ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেন বিনতা।

বিজ্ঞাপন

আনন্দ বাজারের খবরে বলা হয়, বিনতার দাবি, একদিন হঠাৎ করেই চ্যানেলের নতুন সিইও তাদের ডেকে পাঠান। তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেন।

বিনতা আরও লিখেছেন, একদিন অলোক নাথের বাড়িতে অনুষ্ঠানে যান। অলোক নাথের স্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক থাকায় সেখানে যেতে কোনও অস্বস্তি হয়নি। কিন্তু পার্টিতে তার পানীয়ের সঙ্গে অন্য কিছু মিশিয়ে দেয়া হয়। তাতে তিনি কিছুটা বেসামাল হয়ে পড়েন। তিনি হেঁটেই বাড়ির পথে রওনা হন। খানিকটা দূরে যাওয়ার পরই অলোক গাড়ি নিয়ে তার পাশে এসে দাঁড়ান। বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলেন। গাড়িতে উঠেই বেহুঁশ হয়ে পড়েন তিনি। শুধু এইটুকু তার মনে আছে গাড়িতে তাকে জোর করে মদ খাওয়ানো হয়। পরদিন সকালে বিছানায় জ্ঞান ফিরলে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে থাকেন।

বিনতার দাবি, ‘সেই রাতে তাকে শুধু ধর্ষণই করা হয়নি, প্রচণ্ড শারীরিক নির্যাতনও করা হয়। বিনতা বলেন, ‘আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না।’

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় এই পোষ্টের পর থেকেই অলোক নাথের শাস্তির দাবিতে অনেকেই মন্তব্য করেছেন। তবে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুন : 

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |