বলিউড অভিনেতা ইরফান খান দেশে ফিরছেন। শিগগিরই শুটিং সেটে ফিরবেন এই অভিনেতা। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। বেশ কিছুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত এই অভিনেতা। লন্ডনে তাঁর চিকিৎসা চলছে।
জানা গেছে, আপাতত কিছুটা সুস্থ রয়েছেন এই তারকা। তাই দেশে ফিরে আসছেন। শিগগিরই শুটিং সেটে ফিরবেন। এই খবরে আনন্দিত ইরফান ভক্তরা। তবে ইরফান খানের পরিবার থেকে এই বিষয়ে কোনও বক্তব্য দেয়া হয়নি।
বলিউড লাইফ নামের একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরফান খান আপাতত কিছুটা সুস্থ আছেন। তিনি দেশে ফিরে খুব আসবেন এবং শিগগিরই ‘হিন্দি মিডিয়াম ২’ এর শুটিং শুরু করবেন।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই ছবির শুটিং শুরু হবে। লন্ডনে ইরফান খানের চিকিৎসা চলাকালীন সময়ে ‘হিন্দি মিডিয়াম-২’ ছবির স্ক্রিপ্ট তাকে পড়ে শোনানো হয়েছিল।
চলতি বছরের মার্চ মাসে ইরফান খানের নিউরো এন্ড্রোক্রাইন টিউমারে আক্রান্ত হওয়ার খবর জানা যায়। সেই টিউমার ক্যানসারে পরিণত হয়েছে। গত আগস্ট মাসেও ইরফান খানের চার রাউন্ড কেমোথেরাপি চলার খবর জানা যায়।
পিআর /জেএইচ