তনুশ্রীকে নিয়ে একি বললেন রাখি?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮ , ০২:৫২ পিএম


তনুশ্রীকে নিয়ে একি বললেন রাখি?

‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। ওই ছবির টাইটেল গানে ইমরান হাশমির রগরগে দৃশ্যে দেখা যায় তাকে। এরপরই আলোচনায় আসেন তনুশ্রী।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন এই সেনসেশনাল অভিনেত্রী। সম্প্রতি অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আলোচনায় আসেন তিনি। তনুশ্রীর এই অভিযোগের পর থেকেই একের পর এক অভিনেতা, গায়ক ও প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে।

হলিউডের মতো হ্যাশট্যাগ মিটু আন্দোলন শুরু হয় বলিউডেও। আর এই আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে নিজের উপর হওয়া যৌন নির্যাতনের কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

 এ সময় রাখি দাবি করেন, তার বন্ধু তনুশ্রী দত্ত-ই তাকে ধর্ষণ করেছে। তনুশ্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাখি। তার দাবি, তনুশ্রী দত্ত বাইরে থেকে মেয়ে হলেও আসলে একজন ছেলে।

অন্যদিকে অভিনেতা অলোকনাথের বিরুদ্ধে সব অভিযোগকে মিথ্যা বলেছেন রাখি। তিনি বলেন, ‘যে মানুষ নিজের যৌবনেই কিছু করতে পারলেন না, তিনি বার্ধক্যে এসে কী করবেন? উনি বাবার চরিত্রে অভিনয় করেন। অলোকনাথের পাশাপাশি গায়ক তথা সঙ্গীত পরিচালক অনু মালিককেও ক্লিন চিট দিয়েছেন তিনি।

রাখি বলেন, আমি অনু মালিকের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি। কখনও আমাকে ছুঁয়েও দেখেননি তিনি।

বিজ্ঞাপন

নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্তের করা যৌন নির্যাতনের অভিযোগকেও উড়িয়ে দেন রাখি। তার ভাষ্য, নানা পাটেকার মহারাষ্ট্রের গর্ব। নানার বিরুদ্ধে নোংরা অভিযোগ করা হলে তিনি তার প্রতিবাদ করবেন।

এমন ঘটনা ঘটতে থাকলে বলিউডেরই বদনাম হবে। পাশাপাশি প্রযোজকরা অভিনেত্রীদের সঙ্গে কথা বলতে ভয় পাবেন। এতে করে অনেকেই বেকার হয়ে পড়বেন।

আরও পড়ুন :

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission