ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

১৪ আগস্টের আগে শপথ নিতে চান ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৯ জুলাই ২০১৮ , ১১:০৯ পিএম


loading/img

পাকিস্তানের সদ্য নির্বাচনে জয় পেয়েছে পিটিআই (পাকিস্তান তেহরিকে ইনসাফ দল)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৪ আগস্টের আগে ইমরান খান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান। ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। ধারণা করা হচ্ছে- এ কারণে ইমরান খান ১৪ আগস্টের আগে শপথ নিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে চান। খবর প্রেসটিভি।

বিজ্ঞাপন

পাঞ্জাব প্রদেশে দলটি জোট সরকার গঠনের প্রচেষ্টা যখন জোরদার করেছে তখন দলের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

স্বতন্ত্র ও দলীয় পরিচয়ে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচত কয়েকজন এমপিএ এবং এমএনএ এরই মধ্যে ইমরান খানের দলের সঙ্গে যোগাযোগ করেছেন। এসব সদস্য ইমরানের দলে যোগ দিতে পারেন বলে পিটিআই দাবি করেছে। 

বিজ্ঞাপন

গত ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ইমরান খানের দল বেশি আসনে বিজয়ী হয়েছে তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে কয়েকটি ছোট দলের সঙ্গে মিলে পিটিআই কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির ১১তম সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে। ১১৭ আসনে জয়ী এ দলের প্রধান ইমরান খানই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এপি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |