ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নাইজেরিয়ায় কলেরায় ৯৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ , ১২:১০ পিএম


loading/img

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কলেরায় আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে ৯৭ জন নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, আরও কয়েক হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। খবর আল-জাজিরার।

বিজ্ঞাপন

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) শনিবার জানিয়েছে, ইয়োবে ও বোর্নো প্রদেশে এখন পর্যন্ত তিন হাজার ১২৬ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

অস্থিতিশীল বোর্নো প্রদেশে দুই সপ্তাহ আগে কলেরা ছড়িয়ে পড়ার ঘোষণা দেয়। বুধবার জাতিসংঘ জানায়, চলতি বছর শুরু হওয়ার পর এখন পর্যন্ত লেক চাঁদ অঞ্চলে ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ওসিএইচএ সতর্ক করে দিয়ে বলেছে, বন্যা ও ভারী বর্ষণে কারণে ‘আদর্শ পরিবেশ পেয়ে কলেরার বিস্তার’ ঘটেছে।

তারা জানাচ্ছে, নাইজেরিয়ায় সবমিলিয়ে ২৪ হাজার কলেরা আক্রান্তের খবর পাওয়া গেছে। তাই এই রোগের বিস্তার ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।

বর্ষাকালে লেক চাঁদ অঞ্চলে পানিবাহিত রোগের বিস্তার বেড়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত স্যানিটেশন এবং ভূগর্ভস্থ পানির স্বল্পতা।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |