বিএনপিতে এখন হেরে যাবার ভয় কাজ করছে। তারা নানা ছলছুতোয় নির্বাচন থেকে সরে যাবার পথ খুঁজছে।
বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপির সিদ্ধান্ত- এ নিয়ে আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ নেই।
আইনি লড়াই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ।
তিনি আরও বলেন, বিএনপি নেত্রীর বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ সরকার দেয়নি- দিয়েছে তত্ত্ববধায়ক সরকার।
খালেদা জিয়ার মুক্তির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
বার কাউন্সিল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের অভিযোগ করেন,
সবাই যেখানে এ নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলছে সেখানে বিএনপি তা মানছে না।
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চায় জানিয়ে তিনি বলেন, নির্বাচনে বিএনপি আসবে কি-না সেটি তাদেরই সিদ্ধান্তের বিষয়।
এসজে/জেএইচ