ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

১ টাকায় যাবে ১০ কিলোমিটার

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ , ০৭:০২ পিএম


loading/img

তেল চালিত মোটরসাইকেলের পাশাপাশি সড়কে এখন দেখা যাচ্ছে ইলেক্ট্রনিক বাইক। জ্বালানির প্রয়োজন নেই। তাই অনেকেই কিনছেন ই-বাইক। ব্যাটারি চালিত এসব বাইকের খরচ অনেক কম। ভারতের বাজারে এবার এমন একটি ই-বাইক এসেছে,  যে বাইকটি ১ টাকার বিদ্যুৎ খরচ করে চলতে পারবে ১০ কিলোমিটার পথ।

বিজ্ঞাপন

সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এই ই-বাইক তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান ওকিনাওয়া। 'প্রেইস' মডেলের এই স্কুটারটি দেখতে বেশ আকর্ষণীয়।

ভারতের বাজারে ই-বাইকটির দাম ৫৯ হাজার ৮৯৯ রুপি। দেশটির বাজারে অনলাইনে ২,০০০ রুপিতে প্রি-বুক করা যাচ্ছে এই 'প্রেইস'। ইতোমধ্যে বাইকটি প্রি-বুক দিতে শোরুমের সামনে রীতিমত লম্বা লাইন দেখা গেছে।

বিজ্ঞাপন

নতুন এই ইলেক্ট্রিক বাইকে রয়েছে ২,৫০০ ওয়াটের ব্রাসলেস মোটর। যা থেকে ৩.৫ অশ্বশক্তি মেলে। মোটরটিকে শক্তি যোগানোর জন্য রয়েছে ৭২ ভোল্ট - ৪৫ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।

স্কুটারটির সর্বোচ্চ গতি ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটিই ভারতের দ্রুততম ইলেক্ট্রিক বাইক। একবার চার্জ দিলে ১৭০-২০০ কিলোমিটার চলতে পারে স্কুটারটি। ব্যাটারি চার্জ হয় খুব দ্রুত।

এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |