তেল চালিত মোটরসাইকেলের পাশাপাশি সড়কে এখন দেখা যাচ্ছে ইলেক্ট্রনিক বাইক। জ্বালানির প্রয়োজন নেই। তাই অনেকেই কিনছেন ই-বাইক। ব্যাটারি চালিত এসব বাইকের খরচ অনেক কম। ভারতের বাজারে এবার এমন একটি ই-বাইক এসেছে, যে বাইকটি ১ টাকার বিদ্যুৎ খরচ করে চলতে পারবে ১০ কিলোমিটার পথ।
সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এই ই-বাইক তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান ওকিনাওয়া। 'প্রেইস' মডেলের এই স্কুটারটি দেখতে বেশ আকর্ষণীয়।
ভারতের বাজারে ই-বাইকটির দাম ৫৯ হাজার ৮৯৯ রুপি। দেশটির বাজারে অনলাইনে ২,০০০ রুপিতে প্রি-বুক করা যাচ্ছে এই 'প্রেইস'। ইতোমধ্যে বাইকটি প্রি-বুক দিতে শোরুমের সামনে রীতিমত লম্বা লাইন দেখা গেছে।
নতুন এই ইলেক্ট্রিক বাইকে রয়েছে ২,৫০০ ওয়াটের ব্রাসলেস মোটর। যা থেকে ৩.৫ অশ্বশক্তি মেলে। মোটরটিকে শক্তি যোগানোর জন্য রয়েছে ৭২ ভোল্ট - ৪৫ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।
স্কুটারটির সর্বোচ্চ গতি ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটিই ভারতের দ্রুততম ইলেক্ট্রিক বাইক। একবার চার্জ দিলে ১৭০-২০০ কিলোমিটার চলতে পারে স্কুটারটি। ব্যাটারি চার্জ হয় খুব দ্রুত।
এমকে