ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সৌম্যর টানা ৩ ফিফটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭ , ০৭:৩৫ পিএম


loading/img

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ হাফসেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশের মারকুটে ওপেনার সৌম্য সরকার। এ নিয়ে টানা ৩ ইনিংসে হাফসেঞ্চুরি করলেন তিনি।

বিজ্ঞাপন

কলম্বোর পি সারা ওভালে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন টাইগার দু’ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। সমানতালে ব্যাট চালাতে থাকেন তারা। দলীয় ৯৫ রানে রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লিউর শিকার হয়ে তামিম (৪৯)ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৬১ রানে সান্দাকানের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

এখন পর্যন্ত ৭ টেস্টে ১২ ইনিংস খেলে ৩৯.২৫ গড়ে ৪৭১ রান করেছেন সৌম্য সরকার। তার সর্বোচ্চ স্কোর ৮৬। গেলো জানুয়ারিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে এ ইনিংস খেলেন তিনি।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |