দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে। শ্রীলঙ্কায় শততম টেস্ট পার করলো জয় দিয়ে। তাও আবার লঙ্কানদের বিপক্ষে। শুধু তাই নয় জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। যা দেশকে এনে দিয়েছে বিরল সুনাম।
আর এমন খুশিতে বাধ ভেঙ্গে স্লোগান দিয়ে যাচ্ছে দেশজুড়ে কোটি ক্রিকেট প্রেমিক জয় বাংলা, শাবাস বাংলা বলে।
বিকেল না গড়াতে এমন জয়ে আনন্দের জোয়ার বয়ে যায় দেশের আনাচে কোনাচে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানুষের মুখে দেখা যায় তৃপ্তির হাসি।
যখন বাংলাদেশ ৩৫ রানে দরকার ৬ উইকেটে। তখন থেকে অনেকের মাঝে জয়ের হাসি মুখে ফুটতে থাকে। অনেককে কানে হেড ফোন দিয়ে বাসে ও রাস্তায় খেলা শুনতে দেখা যায়। আবার অনেককে টিভি সেটের সামনে বসে মাহিন্দ্রক্ষনের অপেক্ষায় প্রহর গুনতে দেখা যায়।
এছাড়া জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের ক্যাম্পাসে মিছিল ও উল্লাস করতে দেখা যায়। আর এ বিজয় উদযাপনে জাতীয় পতাকা হাতে ব্যাট বল নিয়েও পথে নেমে আসেন তারা। শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা নিয়ে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ বলে স্লোগান দিতে দিতে গোল হয়ে আনন্দ নৃত্যে মেতে ওঠেন। ‘ভি’চিহ্ন দেখিয়ে স্মার্টফোনে সেলফিও তুলেছেন কেউ কেউ। আবার অনেককে বেপু বাজিয়ে উল্লাস করতে দেখা যায়।
পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লায় পতাকা মিছিল ও মিষ্টি বিতরণ করেতে দেখা যায়।
এদিকে টাইগারদের জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করে। প্রধানমন্ত্রী ফোন দিয়ে শুভেচ্ছা বিনিময়ে টাইগাররা সোনায় সোহাগা।
বিকালে না গড়াতে শ্রীলঙ্কার দেয়া ১৯১ রানকে সহজ টার্গেট বানিয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় মুশফিকবাহিনী। এ সুবাদে চতুর্থ দেশ হিসেবে শততম টেস্টে জেতার বিরল কীর্তি গড়লো টাইগাররা। এর আগে নিজেদের শততম টেস্টে জয় পায় বিশ্ব ক্রিকেটের ৩ পরাশক্তি-অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
- ইতিহাস গড়লো বাংলাদেশ
- আনন্দ জোয়ার দেশ জুড়ে
- তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, জয় বাংলা : প্রধানমন্ত্রী
- স্বামীর কীর্তিতে মুগ্ধ শিশির
- বিসিবি’র কোটি টাকার পুরস্কার ঘোষণা
- শততম টেস্ট জয় টাইগার ভক্তদের উৎসর্গ
- টিএসসিতে জয়ের উল্লাস
- ঐতিহাসিক টেস্টেও জ্বলজ্বলে সাকিব
এমসি/জেএইচ