হুট করে আপনার নিউজফিডেও ছবিটি চলে আসতে পারে। কারণ সোশ্যাল মিডিয়ায় এটি এখন ভাইরাল। ছবিটি নজরে আসার পর ভ্রু কুচকানোটাই স্বাভাবিক। মনে প্রশ্ন জাগবে এটিকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি ইংল্যান্ড ক্রিকেট দলের কিংবদন্তি নাসের হুসেন?
ইংলিশ দলের বর্তমান উইকেটকিপার–ব্যাটসম্যান জস বাটলার একটি ছবি টুইট করেন। তারকা এই ক্রিকেটার ছবির ক্যাপশনে প্রশ্ন রাখেন, কেউ কি এই সাবেক ইংলিশ অধিনায়ককে চেনেন?
এসময় সাবেক অধিনায়ক ইয়ান ওয়ার্ড ও ডেভিড লয়েডকে ট্যাগ ও করেন বাটলার।
ছবিটি পোস্ট করার পর পরই ব্যাপক ভাবে শেয়ার হতে থাকে। অনেকই প্রশ্ন রাখেন, উনি পুতিন নাকি নাসের?
ছবির ব্যক্তিটি আসলে ইংলিশদের হয়ে ৯৬ টেস্ট ও ৮৮ ওয়ানডে খেলা নাসের হুসেনের। এতে দেখা যাচ্ছে, খালি গায়ে থাকা এই সাবেক ক্রিকেটার শুধু একটি তোয়ালে পরে রাস্তা পার হচ্ছেন।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে নাসেরে চেহারার মিল রয়েছে অনেক। এমনকি তাদের মাথার চুলেও অনেক সাদৃশ্য রয়েছে। আর এই কারণে আগেও দুই জনের ছবি এক করে অনেকেই ট্রল করেছিলেন।
শুধু তাই নয় এবার তো টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো গণমাধ্যমগুলোও ভাইরাল হওয়া বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
আরও পড়ুন:
ওয়াই/এমকে