ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বকাপ-২০১৮

‘মেসিকে রুখতে হবে’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮ , ১০:৩৭ এএম


loading/img

হারলেই বিদায় আর্জেন্টিনার। যতদিন যাচ্ছে ততই জমে উঠছে বিশ্বকাপ। তার সাথে বড় দলগুলোর ব্যর্থতাও স্পষ্ট হয়ে উঠছে। যেমনটা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পড়েছে বিপদে।

বিজ্ঞাপন

বিপদ কাটাতে আজ আর্জেন্টিনাকে জিততে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। মেসিদের চাপের সুযোগ নিতে চায় ক্রোয়েশিয়াও। আজ জিতে শেষ ষোল নিশ্চিত করতে চায় মাতেও কোভাচিচ-আন্তে রেভিচের ক্রোয়েটরা।

---------------------------------------------------
আরও পড়ুন : টাইগার হতে চান রোডস
---------------------------------------------------

বিজ্ঞাপন

শেষ ষোল তে উঠার জন্য চক ও কষে ফেলেছে ক্রোয়েশিয়া। তাদের প্রথম কাজ হবে লিওনেল মেসিকে আটকানো। কেন না আর্জেন্টাইনরা পুরোপুরি মেসি নির্ভরশীল।

এ নিয়ে মাতেও কোভাচিচ বলেন, আর্জেন্টিনা লিওনেল মেসির ওপর খুব বেশি নির্ভরশীল। তাই মেসিকে আটকে রাখতে পারলে তাদের বিপক্ষে জয়ের ভালো সম্ভাবনা রয়েছে।

এদিকে ক্রোয়েশিয়ার মিড ফিল্ডার আন্তে রেভিচের বলেন, আর্জেন্টিনা যদিও  অসাধারণ একটি দল। তবে অবশ্যই তাদের অন্য দিকগুলো নিয়েও সতর্ক হতে হবে। আমাদের কাজ হবে মেসিকে রুখে দেয়া। আর এটা করতে পারলেই অর্ধেক কাজ হয়ে যাবে।'

বিজ্ঞাপন

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার সুপার ঈগল খ্যাত নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে দেয় ক্রোয়েশিয়া।

বাংলাদেশ সময় আজ রাত ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন :

    ‘সস্তা’ গোলে স্পেনের মান বাঁচালেন কস্তা

     প্রথমার্ধে গোল পায়নি স্পেন-ইরান

এমআর/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |