আর্জেন্টিনার জার্সিকে কয়েকদিনের জন্য বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। দলের সবচেয়ে বড় তারকার পাশাপাশি প্রীতি ম্যাচকে সামনে রেখে অভিজ্ঞ প্রায় সবাইকেই বিশ্রামে পাঠানো হয়েছে।
সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়াইনের বড় নামগুলো বাদ পড়েছে দল থেকে। রাশিয়া বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে মাত্র ৯ জন পেয়েছেন নতুন দলে সুযোগ।
আগামী ৭ ও ১১ সেপ্টেম্বর গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
------------------------------------------------------------------
আরও পড়ুন : ফেসবুকে যেভাবে দেখা যাবে মেসি-গ্রিজম্যানদের লড়াই
------------------------------------------------------------------
প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্তর্বর্তীকালীন কোচ স্কেলোনি।
দলে নেই মার্কোস রোহো, নিকোলাস ওটামেন্ডির মতো তারকা সদস্যরাও। তারুণ্যে ভরা দলটিতে রয়েছেন পাউলো দিবালা, মাউরো ইকার্দিরা। দলে ফিরেছেন ২০১৪ বিশ্বকাপের অন্যতম সেরা গোলকিপার সার্জিও রোমেরো।
আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ), সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড)।
ডিফেন্ডার
রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), লিওনেল দি প্লাসিদো (লানুস), ফাব্রিসিও বুস্তোস (ইন্ডেপেনদিয়েন্তে), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), আলান ফ্রাঙ্কো (ইন্দেপেনদিয়েন্তে), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়ালতার কান্নেমান (গ্রেমিও), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্টিনা), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন)।
মিডফিল্ডার
গঞ্জালো মার্টিনেস (রিভার প্লেট), লেয়ান্দ্রো পারেদেস (জেনিথ), জিওভানি লো সেলসো (পিএসজি), মাক্সি মেসা (ইন্ডেপেনদিয়েন্তে), মাতিয়াস ভার্গাস (ভেলেস), সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোর্টিং লিসবন), ফ্রাঙ্কো সেরভি (বেনফিকা), ফ্রাঙ্কো ভাসকেস (সেভিয়া), পালাসিওস (রিভার প্লেট)।
ফরোয়ার্ড
আনঞ্জেল কোররেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), জিওভান্নি সিমেওনে (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), পাউলো দিবালা (জুভেন্টাস)।
ওয়াই/পি