প্রকাশিত হয়েছে কবি ও সাংবাদিক কাফি কামাল অনুদিত প্রতিবাদী কবিতার সংকলন ‘আগুন ও রক্তের বীজ’।
বাংলাদেশে যখন কর্তৃত্ববাদ প্রায় স্থায়ী রূপ পেয়েছিল, আর সেটিকে দীর্ঘস্থায়ী করার ন্যারেটিভ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল দুটি শব্দ-উন্নয়ন ও বিকল্পহীন। পরিবর্তনের আশা প্রায় ছেড়েই দিয়েছিল দেশের মানুষ। তারা বিশ্বাস করতে শুরু করেছিল, ফ্যাসিবাদের পতন সহসা হবে না।
কর্তৃত্ববাদী সরকারের আমলে ভয় ও লোভে কবিরা তাদের কলম ও জিহ্বাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছেন। বরং বেশির ভাগ কবি গণমানুষের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাসকগোষ্ঠী কর্তৃক মানবাধিকার হরণ ও বিরুদ্ধ মতের প্রতি চূড়ান্ত নিষ্ঠুরতার পক্ষে সরবে-নিরবে সমর্থন দিয়েছেন। ঠিক সেসময় কাফি কামাল বিশ্বের নানা দেশের লাঞ্ছিত-বঞ্চিত, নির্বাসিত, নিহত ও নির্যাতনের শিকার কবিদের প্রতিবাদী কবিতা অনুবাদ শুরু করেন।
এই সংকলনে ভারত, পাকিস্তান, বার্মা, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, জর্ডান, আফগানিস্তান, চীনের উইঘুরিস্তান, ইউক্রেন, গুয়াতেমালা, কলম্বিয়া, মেক্সিকো, লিবিয়া, সোমালিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, নাইজেরিয়া ও আমেরিকার ৪৫ জন (দুজন অজ্ঞাতনামাসহ) কবির কবিতা গ্রন্থিত হয়েছে।
কতৃর্ত্ববাদী সরকারের সমালোচনা করার কারণে যাদের অনেককে জীবন দিতে হয়েছে।সংকলনে এমন কিছু কবিতা রয়েছে যা সে সময়ে বাংলাদেশের মানুষের জীবনবাস্তবতার সঙ্গে মিলে যায়।
বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। প্রকাশ করছে সাহস পাবলিকেশন্স। মূল্য: ২৫০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে সাহস পাবলিকেশন্সের স্টল নম্বর ৭৫৪-৭৫৫ স্টলে।
আরটিভি/আরএ