ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

‘রক্তাক্ত জুলাই’ নিয়ে কবি পলিয়ার ওয়াহিদের একগুচ্ছ কবিতা

পলিয়ার ওয়াহিদ

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ১০:০৯ এএম


loading/img
কবি পলিয়ার ওয়াহিদ

গুলি ও গাদ্দার - ১

বিজ্ঞাপন

আপনি এখনও ঘুমাচ্ছেন
কীভাবে খাচ্ছেন ভাত?
অস্থির আতঙ্কে জাগে ভোর
ঘুমাতে পারে না রাত।

কে করেছে কাকে গুলি
উড়ে গেছে কার খুলি?
বেহায়া অসুরে গান গায়
সময় মেটাবে তার দায়।

বিজ্ঞাপন

২৫ জুলাই ২০২৪


গুলি ও গাদ্দার - ২

দূরে-বহু দূরে
জেগে থাকা তারার আসন
জানে তারা জেগে থাকা আনন্দ-নির্জন
ঘুমাতে পারি না আমি, হে শহিদ বীর
নরম বালিশে গেঁথে যায় রক্তমাখা তীর।

বিজ্ঞাপন

দূরে, খুব কাছে-দূরে
রক্তের জীবিত বনাঞ্চল 
খেয়ে যায় কুড়ে কুড়ে
আমাদের ইতিহাস, অমূল্য চঞ্চল।

২৬ জুলাই ২০২৪

গুলি ও গাদ্দার - ৩

কতকাল ঘুমহীন যেন এই রাত
আমাকে চিবিয়ে খায় রক্তমাখা ভাত
পাশাপাশি শহীদেরা জাগ্রত ঘুমায়
খুনির পাহারা চলে কেমন সময়!

স্বজনের গল্পে যারা-শুনিয়েছে মায়াকান্না দিন
পাড়া-মহল্লায় ছড়ানো-ছিটানো ক্ষমতার নুন
তাদের ইন্দনে চলে নিরাপদ খুন
মিছিল নামছে দিকে দিকে, ছাত্রদের বিজয়ী কফিন।

২৭ জুলাই ২০২৪
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |