ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মেসিকে নিয়ে মায়ামি কোচের দুঃসংবাদ  

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ মার্চ ২০২৪ , ০৭:৪০ পিএম


loading/img
ছবি-গোলডটকম

ইনজুরির কারণে দেশের হয়ে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ধরণা করা হচ্ছিলো চলতি সপ্তাহে মাঠে ফিরবেন তিনি। তবে সেই সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

বিজ্ঞাপন

২০১৪ সালে ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছিলেন মেসি । এরপর থেকেই বিভিন্ন সময় একই চোটে পড়তে হয়েছিল তাকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের লিগের ঠাসা সূচির প্রভাবে একই সমস্যাই ভুগছেন মেসি। 

যার কারণে মিস করেছেন আর্জেন্টিনার সবশেষ দুই ম্যাচও। এরই মাঝে আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, লিওনেল মেসির চলতি সপ্তাহেও ফেরার সম্ভাবনা নেই। এমনকি পরের সপ্তাহেও তাকে পাওয়া যাবে, এমন নিশ্চয়তাও নেই ক্লাবের পক্ষ থেকে। 

বিজ্ঞাপন

ইন্টার মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস দলের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে  চলতি সপ্তাহে মেসির না ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেসি এখন আমাদের ফিজিওথেরাপিস্টের সঙ্গে কাজ করছে, কালকের ম্যাচে থাকছে না সে। 

আগে জানা গিয়েছিল, এপ্রিলের প্রথম সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে থাকতে পারেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। তবে, অবস্থার প্রেক্ষিতে সেই নিশ্চয়তাও দিতে পারছেন না মোরালেস, সে আমাদের মেডিকেল স্টাফের অধীনেই আছে। আমরা চেষ্টা করব পরের ম্যাচে তাকে যেন পাওয়া যায়।

১৩ মার্চ ন্যাশভিলের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫ মিনিট খেলেই উঠে যেতে হয় তাকে। এরপর থেকেই মাঠের বাইরে মেসি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |