ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নেপালের দায়িত্ব নিলেন টাইগারদের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৭:২৫ পিএম


loading/img
ছবি: বিসিবি

বাংলাদেশের ক্রিকেটের সাবেক কোচ স্টুয়ার্ট লয়ের অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সাফল্য পায় যুক্তরাষ্ট্র। এবার এই অজি কোচ নিয়োগ দিয়েছে নেপাল। গত ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হওয়া মন্টি দেশাইয়ের জায়গায় স্থলাভিষিক্ত হলেন ৫৬ বছর বয়সি স্টুয়ার্ট ল। 

বিজ্ঞাপন

আগামী জুনে বিশ্বকাপ লীগ ২ ফিক্সচারের অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নেপাল। সেটাই হবে নেপালের হয়ে স্টুয়ার্ট ল’র প্রথম অ্যাসাইনমেন্ট। বিশ্বকাপ লীগ ২ টেবিলে এখন নেপালের অবস্থান দ্বিতীয় স্থানে। 

সাবেক এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে আগামী ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে নেপাল। ক্রিকেট কোচিংয়ে বেশ অভিজ্ঞ ল। অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। 

বিজ্ঞাপন

পরবর্তীতে ২০১২ সালে বাংলাদেশ কোচিং করিয়েছেন। ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দলেও। সবশেষ ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কোচ হন ল।

তার অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সাফল্য পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে খেলে ইতিহাস রচনা করে তার দল। এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশকেও হারায় যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপের পর চাকরি হারাতে হয় অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ওয়ানডে এবং একটি টেস্ট খেলা এই কোচকে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |