• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

টেকনাফের ওসি প্রদীপকে প্রত্যাহার

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ২২:০০
OC Pradeep Kumar Das
ওসি প্রদীপ কুমার দাস

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করেছে পুলিশ সদরদফতর।

বুধবার রাতে পুলিশ সদরদফতরের সংশ্লিষ্ট এআইজি পদ মর্যাদার একজন কর্মকর্তা আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওসি প্রদীপ কুমারকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। থানার দ্বিতীয় কর্মকর্তা‌ এবিএম দোহা-কে দা‌য়িত্ব দেয়া হ‌য়ে‌ছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিক টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ রোডের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পুলিশের দাবি, চেকপোস্টে তল্লাশির সময় তিনি বন্দুক বের করলে আত্মরক্ষার্থে গুলি চালান পুলিশ সদস্যরা।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দিইনি : স্বরাষ্ট্রমন্ত্রী
‌‘সবকিছুতেই ফেল করে বিএনপি দ্বারে দ্বারে ঘুরছে’