• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
রোববার ৩ ঘণ্টা থাকবে না ইন্টারনেট
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর
বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদে জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি এর প্রতিবেদনে জানা গেছে, ড্রাইভে একটি গুরুত্বপূর্ণ ফিচার আনছে গুগল। এই ফিচারটির নাম ‘প্রাইভেসি স্ক্রিন’। এটি মূলত নতুন করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনছে। এর আগে এই ফিচারটি বহু আগে আইওএস ব্যবহারকারীরা পেয়েছে। সম্প্রতি গুগল ড্রাইভের অ্যান্ড্রয়েড ভার্সনের (2-24-467-3) APK টিয়ারডাউন করে দেখা গেছে, প্রাইভেসি স্ক্রিন নামে একটি ফিচারের কথা উল্লেখ রয়েছে। যদিও এই ২০২০ সাল থেকেই আইওএস ভার্সনে এই ফিচার রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ফিচারটি সম্পূর্ণ নিরাপত্তা দিতে সক্ষম নয়। ডেটা ওয়েব ব্রাউজার, অন্য অ্যাপের মাধ্যমে এখনও অ্যাক্সেস করা যেতে পারে। তবে আইওএস ভার্সন প্রকাশের সময় গুগল জানিয়েছিল, এই ফিচার নোটিফিকেশন সুরক্ষিত করতে পারবে না। যে কারণে এই ফিচার গুরুত্বপূর্ণ ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে প্রচুর সংবেদনশীল ফাইল সংরক্ষণ করতে পারে। এই ফিচার তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ফিচার ফোন আনলক থাকলেও অ্যাপ অ্যাক্সেসে বাড়তি নিরাপত্তা দেবে। বিশেষ করে শিশুদের ফোন ব্যবহার করার সময় এই ফিচার বেশি কার্যকর ভূমিকা রাখবে। যেহেতু স্টক অ্যান্ড্রয়েডে বিল্ট-ইন অ্যাপ লক নেই। তাই গুগল ড্রাইভে এই ফিচার অন্তর্ভুক্ত হলে এটি সব ব্যবহারকারীর জন্য সুবিধা।
শিশুদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন আইন অস্ট্রেলিয়ায় 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক
অর্থ চুরি হচ্ছে আইফোন ব্যবহারকারীদের
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর
ফেসবুকে গোপন চিঠি নিয়ে হইচই
একটা সময় ছিলো যখন কারো খোঁজ খবর নেওয়ার বা দেয়ার জন্য চিঠি পাঠানো হতো। সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে নব্বই দশকের সেই চিঠির দিনগুলো। ইন্টারনেট ও ই-মেইলের যুগে চিঠি এখন নস্টালজিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নস্টালজিয়াই এবার ঘুরে ফিরে এলো। এখানে বাদামি খামের পুরানো গন্ধ না থাকলেও আবেগ আগের মতোই রয়েছে। অল্প কয়েকদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে ‘চিঠি ডটমি’ নামের একটি গুগল প্লে অ্যাপ্লিকেশন।  চলতি মাসের শুরুতে গুগল প্লে-স্টোরে প্রকাশ করা হয়েছে চিঠি ডটমি নামে একটি অ্যাপ। যেখানে প্রিয়জনকে চিঠি লেখা যাবে নিজের নাম-পরিচয় গোপন রেখে। ইতোমধ্যে প্রায় ১ লাখ বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে, ১০ লাখেরও বেশি চিঠি প্রকাশ বা পাঠানো হয়েছে অ্যাপটির মাধ্যমে।  অ্যাপটির নির্মাতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসান। বিশেষ এই অ্যাপের বিশেষত্ব হলো, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরনো দিনের মতো কাগজে, হাতে লেখা অক্ষরের মতোই নোটপ্যাডের মাধ্যমে চিঠি লিখতে পারবেন। চিঠির কাগজ ও হাতের লেখার বিভিন্ন ডিজাইন অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই অ্যাপের কাজ অত্যন্ত সহজ। গুগল প্লে-স্টোরে গিয়ে ‘Chithi.me’ লিখে সার্চ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং নিজের নামে একটি লিংক শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।  লিংকে নিজের পরিচিতরা এখানে ঢুকে আপনাকে চিঠি লিখবেন। তবে এখানে লেখকের নাম বা পরিচয় কিছুই দেখতে পাবেন না আপনি। তবে যদি তিনি নিজের পরিচয় দিতে চান তাহলে তিনি দিতেই পারেন। সেক্ষেত্রে অবশ্য এটি আর বেনামি থাকবে না। তবে আপনার সম্পর্কে অন্যেরা কী ধারণা রয়েছে অতি সহজে তা জানতে পেরে যাবেন আপনি। আরটিভি/এএ-টি
ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর
সোশ্যাল মিডিয়ার অন্যতম বড় প্লাটফর্ম মেটা। মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার; যা মেসেঞ্জার নামেই বেশি পরিচিত। এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন একগুচ্ছ ফিচার আনছে মেটা।  মেটা মেসেঞ্জারে অ্যাপটিতে এইচডি ভিডিও কল ফিচার যুক্ত করেছে যাতে রয়েছে ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যানসেলেশন। এটি ব্যবহারকারীদের একটি পরিষ্কার, উচ্চমানের কলের অভিজ্ঞতা প্রদান করে।  ফেসবুক মেসেঞ্জারে ওয়াইফাইয়ের মাধ্যমে করা কলগুলোর জন্য ডিফল্টরূপে এইচডি চালু থাকবে, তবে মোবাইল ডেটা কলের জন্য এটি ম্যানুয়ালি চালু করতে হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন এবং ভয়েস আইসোলেশনের মতো উভয় বৈশিষ্ট্যই কল সেটিংসের মাধ্যমে চালু করা যেতে পারে।  আপনার বন্ধু ফোনের উত্তর না দিলে আপনি একটি অডিও বা ভিডিও বার্তাও ড্রপ করতে পারেন। এতে আপনাকে শুধু অডিও এবং ভিডিও কলের জন্য রেকর্ড মেসেজে ট্যাপ করতে হবে। মেসেঞ্জার শিগগিরই ভিডিও কলগুলোতে এআই ব্যাকগ্রাউন্ডও ফিচার যুক্ত করতে চলেছে যা আপনার কলগুলোকে আরও ভালো করে তুলবে। আপনি যদি একজন অ্যাপল ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেখানে আপনি এখন আইওএস-এ মেসেঞ্জার কল করতে এবং বার্তা পাঠানোর জন্য আপনাকে সাহায্য করতে সিরিকে বলতে পারেন। আরটিভি/এএ-টি 
কিউআর কোড স্ক্যানে বাড়ছে বিপদ, প্রযুক্তিবিদের নানা পরামর্শ
ডিজিটাল যুগে আমরা কুইক রেসপন্স কোড বা কিউআর কোডের সঙ্গে পরিচিত। প্রতিদিন নানান কারণে আমরা কিউআর কোড ব্যবহার করি। এটা মূলত এক ধরনের বারকোড, যার ভেতরে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে।  স্মার্টফোন বা কিউআর কোড রিডারের মাধ্যমে স্ক্যান করলে ওই তথ্যগুলো দেখা যায়। যেমন রেস্তোরাঁর মেন্যু ও ফোন নম্বর দেখা, ওয়াই-ফাই কানেক্ট কিংবা অ্যাকাউন্ট লগইন করাসহ নানান কাজে বিভিন্ন স্থানে এখন ব্যাপকভাবে কিউআর কোড ব্যবহার হয়।  সময়ের সঙ্গে জনপ্রিয়টা পাচ্ছে কিউআর কোডের ব্যবহার কিন্তু অনেকেই কোড স্ক্যান করার সময় খুব একটা সতর্ক থাকেন না; যা থেকে হতে পারে বিপদ। কিউআর কোডগুলোও নকল করা যায়, যা ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। তাই কোড স্ক্যান করার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। মেক ইউজ অবের এক প্রতিবেদনে প্রযুক্তিবিদরা সতর্ক থাকতে কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে বলেছেন। কোডের দিকে নজর দিন: কোনো কিছু খেয়াল না করে স্ক্যান করা যাবে না। প্রথমে দেখুন কোনো স্টিকার পুরোনো কিউআর কোডের ওপর লাগানো হয়েছে কিনা, যা প্রায়ই প্রতারণার ক্ষেত্রে হয়। প্রতারকরা স্টিকার ব্যবহার করে আসল কোডের ওপর তাদের নকল কোড লাগাতে পারে। যদি দেখেন কিউআর কোডটি প্রিন্ট করে কোনো পৃষ্ঠায় লাগানো তাহলে সতর্ক থাকতে হবে। এ ছাড়া সহজে পৌঁছানো যায় এমন স্থান, যেমন পার্কিং লট বা ব্যস্ত রেস্তোরাঁয় বেশি মনোযোগ দিতে বলছেন বিশেষজ্ঞরা। কারণ, এ ধরনের জায়গায় প্রতারণার সুযোগ থাকে। সোর্স নিশ্চিত হতে হবে: যদি কিউআর কোড দেখে মনে হয় এটি নকল, তবে প্রশ্ন করে বিষয়টা আগে জেনে নিতে হবে। অনলাইনের ক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে হ্যাকাররা নকল ওয়েবসাইটে নিয়ে যেতে পারে বা ফিশিং ইমেইল পাঠাতে পারে। আর তাই কিউআর কোডের সোর্স যেমন প্রেরকের ইমেইল বা ওয়েবসাইট পরীক্ষা করে দেখতে হবে। যদি ভুল বা অস্বাভাবিক মনে হয়, তবে কোডটি ব্যবহার না করার পরামর্শ দেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। এ ছাড়া যদি ব্র্যান্ডিংয়ে ব্যাকরণগত ভুল ও বানান ভুলে চোখে পড়ে, তাহলে কিউআর কোডটি ব্যবহার না করার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এসব লক্ষণ স্ক্যামের অংশ হতে পারে। ইউআরএল পরীক্ষা: কিউআর কোড স্ক্যান করার আগে ইউআরএল পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। প্রকৃত ব্যবসাগুলো সাধারণত তাদের ব্র্যান্ডের নামের সঙ্গে মিল রেখেই ডোমেইন নাম ব্যবহার করে। যদি ইউআরএল অস্বাভাবিক মনে হয়, তাহলে ক্লিক না করাই ভালো। প্রয়োজনে লিংকটি নিরাপদ কি না, তা পরীক্ষার জন্য অনলাইন টুল ব্যবহার করা উচিত। অনুমতি চাইলে, যদি কিউআর কোড স্ক্যান করার পর এবং এটি আপনার পরিচিতি, বার্তা, ক্যামেরা বা অবস্থানে অ্যাক্সেস দেয়ার জন্য অনুরোধ করে তাহলে সাবধান। কারণ, কিউআর কোড এই বিষয়গুলো কখনো জানতে চাইবে না। আরটিভি/এএ-টি 
২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট করার কারণ জানাল মেটা
২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার অন্যতম বড় প্লাটফর্ম মেটা। এসব অ্যাকাউন্ট ডিলিট করার কারণও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিদ্ধান্তের পিছনে মূল উদ্দেশ্য পিগ বুচারিং কেলেঙ্কারি মোকাবিলা করা। কেননা, অনলাইনে প্রতারকরা নানাভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রথমে বিভিন্ন অ্যাপের সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন অনেকেই। অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ কাজে লাগিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে অর্থ সংগ্রহ করে সাইবার অপরাধীরা। এমনকি ব্ল্যাকমেল করার পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার হামলা চালিয়ে ব্যাংক থেকে অর্থও চুরি করে তারা। আর তাই অনলাইনে পরিচিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য জানানো থেকে বিরত থাকতে হবে। ২০২৩ সালের এক রিপোর্টে বলা হয়েছে বিশ্বে অন্তত ৩ লাখ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। সব মিলিয়ে এক বছরে ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছেন তারা। গত ২ বছর ধরে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মেটা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারে বিশাল একটি গ্রুপ রয়েছে এর পিছনে। অবশেষে এই কেলেঙ্কারি বন্ধে ২০ লাখের বেশি অ্যাকাউন্ট ডিলিট করল মেটা।  এই বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। অনলাইনে পরিচিত হওয়া কোনো ব্যক্তিকে ব্যক্তিগত তথ্য, কোনো ছবি বা ভিডিও পাঠানো থেকে সতর্ক থাকতে হবে। প্রতারকরা এসব ছবি ও ভিডিও কাজে লাগিয়ে পরবর্তী সময়ে ব্ল্যাকমেল করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে। কোনো ধরনের সন্দেহ হলেই রিপোর্ট করুন প্রোফাইলটি। আরটিভি/এএ 
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার
বিশ্বের সব চেয়ে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার আরও এক নতুন ফিচার যোগ হলো। এখন থেকে ব্যবহারকারীরা ভয়েস মেসেজ ট্রানস্ক্রাইব করতে পারবে টেক্সট মেসেজে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরনের ফোনেই কাজ করবে ফিচারটি।  হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট থেকে জানা যায়, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টগুলো সম্পূর্ণরূপে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করবে। মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। যিনি মেসেজটি পাবেন শুধু তিনি ট্রান্সক্রিপ্ট ফিচার অ্যাক্সেস করতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে। একবার সক্রিয় হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেসেজ টেক্সটে ট্রানস্ক্রাইব হয়ে যাবে। যেভাবে অন করবেন হোয়াটসঅ্যাপ ভয়েস ট্রানস্ক্রাইব ফিচার: হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে ক্লিক করুন  তারপর চ্যাট অপশনে ট্যাপ করুন এখানে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট টগলে ক্লিক করে পছন্দের ভাষা সিলেক্ট করুন  এবার ভয়েস মেসেজ ট্যাপ ও হোল্ড করুন, তারপর ট্রাবস্ক্রাইবে ক্লিক করুন  হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ট্রান্সক্রিপ্ট তৈরি হতে কিছুটা সময় লাগতে পারে। অসমর্থিত ভাষা, অচেনা শব্দ, ব্যাকগ্রাউন্ডের শব্দ বা অন্যান্য সীমাবদ্ধতার কারণে ট্রান্সক্রিপ্ট অনুপলব্ধ দেখাতে পারে স্ক্রিনে। বর্তমানে ফিচারটি নির্দিষ্ট কয়েকটি ভাষাতেই পাওয়া যাচ্ছে - অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ। আইওএস ব্যবহারকারীদের জন্য আরাবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, নরওয়েজিয়ান, থাই, তুর্কি এবং সুইডিশ। আইওএস ভার্সনে ভাষার সংখ্যা বেশি। আরটিভি/এফআই
মাস্কের নিউরালিঙ্ককে মানব মস্তিষ্কে চিপ বসানোর অনুমতি দিলো কানাডা
যুক্তরাষ্ট্রের পর এবার কানাডিয়ান সরকারের কাছ থেকেও মানব মস্তিষ্কে চিপ বসিয়ে পরীক্ষার অনুমতি পেল ইলন মাস্কের নিউরালিঙ্ক। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত নতুন প্রযুক্তিটি নিয়ে আরও বিশদভাবে বাস্তবিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য এ অনুমতি দিয়েছে দেশটি। এর আগে তাদেরকে এই ‘মস্তিষ্ক চিপ’-এর ট্রায়ালের অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি পৃথক এক বিবৃতিতে কানাডার ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হসপিটাল জানিয়েছে, তাদের টরন্টো শাখায় এই চিপের মেডিকেল ট্রায়াল পরিচালনা করতে পারবে নিউরালিঙ্ক। বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা, মহাকাশ অভিযানের সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেস এক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক নিউরালিঙ্ক কোম্পাটি প্রতিষ্ঠা করেন ২০১৬ সালে। শুরু থেকেই তার এই কোম্পানির লক্ষ্য ছিল মানুষের মস্তিষ্ক ও প্রযুক্তির মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরি করা।  সেই লক্ষ্যে তাদের দীর্ঘদিনের এক প্রচেষ্টার ফসল মস্তিষ্ক চিপ; অর্থাৎ মানব মস্তিষ্কে এমন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ স্থাপন করা, যার মাধ্যমে মানুষ কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট টিভি, স্মার্ট গাড়ির সঙ্গে হাত-পা না নাড়িয়ে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে। এই গবেষণা প্রকল্পের প্রথম পর্যায়ে বানর এবং শূকরের ওপর ট্রায়াল চালানো হয়েছিল। সেই ট্রায়াল সফল হওয়ার পর ২০২২ সালের ডিসেম্বরে ইলন মাস্ক ঘোষণা দেন, মানব মস্তিষ্কে এই চিপের ট্রায়াল চালাতে চান তিনি। সে সময় এক অনুষ্ঠানে মাস্ক বলেছিলেন, যারা শারীরিকভাবে চলাচল কিংবা হাত-পায়ের পেশি সঞ্চালনে অক্ষম, মূলত তাদের সমস্যা বিবেচনা করেই এ প্রকল্প হাতে নিয়েছে নিউরালিঙ্ক। ওইদিন তিনি আরও বলেছিলেন, শুনতে হয়তো অলৌকিক মনে হবে, কিন্তু স্পাইনাল কর্ডের (মেরুদণ্ডের সঙ্গে মস্তিষ্কের সংযোগকারী বিশেষ স্নায়ু) সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে— এমন লোকজনও নিউরালিংকের মাধ্যমে উপকৃত হবেন। এ কারণে স্বেচ্ছাসেবীদের মধ্যে নিউরালিঙ্ক তাদেরকেই প্রাধান্য দেবে, যারা হাত-পায়ের পেশী সঞ্চালনে অক্ষম। আরটিভি/এসএইচএম-টি
প্রথমবারের মতো ৭৫০ সিসির বাইক আনছে রয়েল এনফিল্ড
এই প্রথম ৭৫০ সিসির মোটরসাইকেল আনার ঘোষণা দিল রয়েল এনফিল্ড। ইতোমধ্যে এই বাইকটির পরীক্ষা চলছে সড়কে। ৭৫০ সিসির এই বাইকের কোডনেম ‘R2G’। তবে বাজারে এটি ‘ববার’ নামেও আসতে পারে। এখন পর্যন্ত ৬৫০ সিসির বাইক বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। তবে নতুন ক্যাফে রেসার বাইকটি কোম্পানির ইন্টারসেপ্টার ৬৫০ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।  যেকোনো নতুন বাইক আনার আগে বেশ কিছুটা সময় নেয় রয়েল এনফিল্ড। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর সম্ভবত ২০২৬-২৭ সালের মধ্যে বাজারে পা রাখবে বাইকটি। সম্ভবত ইন্টারসেপ্টার ৭৫০ মডেলের সঙ্গেই লঞ্চ করবে বাইকটি। রয়্যাল এনফিল্ডের এই নতুন উদ্যোগ বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। এটি কোম্পানির সবচেয়ে বড় মোটরসাইকেল হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ব বাজারে রয়েল এনফিল্ড বাইকের বেশ সুনাম রয়েছে। কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইকগুলোর মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার, কন্টিনেন্টাল জিটি, বুলেট, ক্লাসিক ইত্যাদি। তবে এই সমস্ত মোটরবাইকই ৩৫০ সিসি কিংবা ৬৫০ সিসির। এবারই আসছে ৭৫০ সিসির বাইক। নতুন ক্যাফে রেসারটি একটি বর্লি, মনজা-স্টাইলের সামনের ফেয়ারিং দিয়ে সজ্জিত অবস্থায় দেখা মিসেছে। এটি বাইকটির জ্বালানি ট্যাঙ্কের অর্ধেক অংশ পর্যন্ত বিস্তৃত। এতে উপস্থিত ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং পেছনের দিকের ফুটপেগ বাইকটির আর্গোনমিক্সও স্পোর্টি লুক দিয়েছে।  সিট এবং জ্বালানি ট্যাঙ্কও ৭৫০ সিসি ইন্টারসেপ্টর থেকে ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে এবং স্পষ্টতই এই ক্যাফে রেসারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। পরীক্ষামূলক বাইকের আরেকটি আকর্ষণীয় দিক হলো সিটের নিচে একটি গোলাকার প্যানেল, যা সদ্য লঞ্চ হওয়া বিয়ার ৬৫০ মডেলেও রয়েছে। হার্ডওয়্যারে সবচেয়ে বড় পরিবর্তন হল সামনের দিকে ডুয়েল ডিস্ক ব্রেকের সংযোজন, যা রয়েল এনফিল্ডের বিদ্যমান ৬৫০ সিসি মডেলের সিঙ্গেল ডিস্ক সেটআপের তুলনায় অনেক বেশি ব্রেকিং ক্ষমতা প্রদান করবে। পরীক্ষামূলক বাইকটি অ্যালয় হুইল ব্যবহার করেছে। সাসপেনশন সেটআপ হিসাবে রয়েছে প্রথাগত টেলিস্কোপিক ফর্ক। আশা করা হচ্ছে ইউএসডি ফর্ক এর হায়ার মডেলের জন্য সংরক্ষিত থাকবে। ইঞ্জিনের কথা বলতে গেলে, নতুন মোটরটি বিদ্যমান ৬৪৮ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিনের তুলনায় ৫-৭ বিএইচপি বেশি ক্ষমতা উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে। বর্তমান মডেলটি থেকে পাওয়া যায় ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক। রয়েল এনফিল্ডের ৬৫০ সিসি বাইক কন্টিনেন্টাল এবং ইন্টারসেপ্টার যাদের খুব প্রিয় তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে ৭৫০ সিসির নতুন মোটরবাইক। এদিকে রয়েল এনফিল্ড সম্প্রতি ঘোষণা দিয়েছে ইলেকট্রিক বাইক বাজারে আনার। প্রসঙ্গত, রয়েল এনফিল্ডের এই নতুন মডেলটি কোম্পানির আধুনিক এবং শক্তিশালী মোটরসাইকেল প্রদানে এক নতুন অধ্যায় যোগ করবে। আশা করা হচ্ছে, ক্যাফে রেসার স্টাইলে ডিজাইন করা এই বাইকটি স্পোর্টি লুক এবং উন্নত পারফরম্যান্সের মাধ্যমে বাজারে একটি বিশেষ স্থান অধিকার করবে। আরটিভি/এফআই-টি