• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
অনাগত সন্তানকে দেখার আগেই অগ্নিদগ্ধ হয়ে মিশর প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়া প্রবাসীদের মারধরের ঘটনায় হাইকমিশনের দুঃখ প্রকাশ
মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন করতে আসা প্রবাসীদের লাঠিপেটা করার ঘটনায় মালেশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে। জানা গেছে, গত ১৮ নভেম্বর কুয়ালালামপুরের বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডে (ইএসকেএল) ১ হাজারেরও বেশি প্রবাসী ই-পাসপোর্টের সেবা নিতে আসেন। এ সময় ইএসকেএলের নিরাপত্তাকর্মীরা শুরু থেকেই তাদেরকে বিভিন্নভাবে হেনস্তা করতে থাকে। এক পর্যায়ে তারা প্রবাসীদেরকে লাঠিপেটা করে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। মালেশিয়াস্থ প্রবাসীরা এ ঘটনার জোর প্রতিবাদ করেন এবং আন্দোলনেরও হুমকি দেন। এরপর গত ১৯ নভেম্বর কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ জানিয়েছিলেন, বিষয়টি তার নজরে নিয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হবে। ওই সূত্র ধরে গত ২০ নভেম্বর মালেশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত পাসপোর্ট এবং ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য নিয়োগকৃত আউট সোর্সিং কোম্পানি (ইএসকেএল)-এ পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা প্রহরীর দ্বারা সেবাপ্রার্থী প্রবাসীদের ওপর বল প্রয়োগের ঘটনা বাংলাদেশ হাইকমিশনের গোচরীভূত হয়েছে। হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেবা প্রদানের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট রয়েছে। প্রসঙ্গত, অনিবার্য কারণে এমআরপি প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে ই-পাসপোর্ট সেবা নিতে প্রতিদিন হাজার হাজার সেবাপ্রত্যাশী অ্যাপয়েন্টমেন্ট ব্যতিরেকে ইএসকেএল অফিসে ভিড় করছেন। ধারণক্ষমতার বাইরে সেবা প্রত্যাশীদের উপস্থিতির কারণে কন্স্যুলার সেবাপ্রদানসহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম  বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, সেবা প্রত্যাশীদের অনুগ্রহ করে এপয়েন্টমেন্ট-এর ভিত্তিতে (http://www.expatserviceskl.com/, কলসেন্টার নম্বর (০৩৯২১২০২৬৭) পাসপোর্ট আবেদন ফরম জমা দিতে ইএসকেএল অফিসে আসার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। তবে এই ঘটনায় বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল এখনও কোনো দুঃখ প্রকাশ বা প্রতিক্রিয়া জানায়নি। আরটিভি/এসএপি/এস  
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: সাখাওয়াত হোসেন
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’
মেলবোর্নের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশি ১০ প্রতিষ্ঠান
মীর জাফরের সঙ্গে আ.লীগের মিল রয়েছে: পিনাকী ভট্টাচার্য
চীনে বাংলাদেশ দূতাবাস থেকে নামানো হলো শেখ মুজিবের ছবি
চীনে বাংলাদেশ দূতাবাস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি ও ছবি সম্বলিত নোটিশ নামিয়ে দেওয়া হয়েছে। দেশটিতে বসবাসরত বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদের মুখে দূতাবাস কর্মীরা শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেন। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে ছবি নামাতে বলেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতারা বলেন, একজন স্বৈরশাসকের বিদায় হলেও বিভিন্ন জায়গায় এখনো তাদের প্রেতাত্মারা বিরাজমান। আজকে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে প্রতিবাদ করায় তারা নিজ দায়িত্বে শেখ মুজিবুর রহমানের ছবি ও ছবি সম্বলিত নোটিশ সরিয়ে নেয়। এ সময় বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় উপস্থিত ছিলেন, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, শেখ মাহবুবুর রশীদ, মো. রুহুল আমিন, আসিফ হক রুপু, মো. ওয়ালী উল্লাহসহ অনেকে। আরটিভি/এএইচ/এসএ
ফেরাউনের তৈরি মন্দির মাবাদে আবু সাম্বল
আসিয়া, পুরো নাম আসিয়া বিনতে মুজাহিম। তিনি প্রাচীন মিশরের ফেরআউন দ্বিতীয় রামেসিসের স্ত্রী ছিলেন। কাদেশের যুদ্ধ বিজয়কে স্মরনীয় করে রাখার জন্য ১২৪৪ খৃস্টপূর্বে ফেরাউন '২য় রামসিস' (মূসা আ. এর সময় যে ফেরাউন ছিলো) তার প্রিয়তমা স্ত্রী নিফিরতানি (হযরত আসিয়া আ.) আর নিজেকে চির স্মরণীয় করে রাখতে নির্মাণ করছিলেন মা'বাদে আবু সাম্বল। হিসেব কষে নিখুঁত ভাবে সূর্যের কক্ষ পথের সঙ্গে মিল রেখে পাহাড় কেটে এটি তৈরি করতে সময় ব্যয় হয়েছিল ২০ বছর।  মন্দিরটি এত নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছিল যে, বছরে দুই দিন ২২ফেব্রুয়ারি এবং ২২ অক্টোবর, সূর্যের রশ্মি মন্দিরে প্রবেশ করে মূল হলটি অতিক্রম করে এবং ভিতরে থাকা ভাস্কর্য গুলিকে আলোকিত করে। আর তা দেখতে, সারা বিশ্ব থেকে জড়ো হয় হাজারো পর্যটক। দ্বৈত মন্দির দুটো কাদেশ বিজয়ের স্মরনে নির্মিত হলেও সেই সময়ের বিখ্যাত দেবতা আমুনের অনুসারী ফেরাউন চেয়েছিল এর মাধ্যমে প্রতিবেশী রাজ্য ও গোত্র গুলোকে বিস্মিত বা মুগ্ধ করা। এছাড়াও তাদের কাছে তৎকালীন মিশরীয় ধর্মকে সমুন্নত করে তোলাও তার একটি বিশেষ উদ্দেশ্য ছিল । মন্দিরটির প্রবেশমুখে রয়েছে তাদের ছোট বড় ৮ টি ভাস্কর্য।  চারটি বড়, চারটি ছোট, বড় চারটির মধ্যে একটি ফেরাউন এর বাকি তিনটি তার মাবুদদের, আর ছোট চারটিতে একটি তার, আরেকটি তার স্ত্রী (আসিয়া) নিফিরতানির, বাকি দুটি তার উপাস্যদের।   ফারাও যোগ অতিবাহিত হওয়ার পর তা বিরাণ হয়ে ১৮১৩ সাল পর্যন্ত সাহারা মরুভূমির বালিতে ডাকা পরে মানুষের আড়ালে চলে যায়। ১৮১৭ সালে ইটলিয়ান প্রত্নতাও্বিকবিদ বিলুনজির এর তল্লাশিতে আবু সাম্বল নামক এক ছোট বালকের মাধ্যমে প্রাসাদটির সন্ধান পায় ও তাকে পুনোরায় পরিপাটি করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। ষাটের দশকে আসোয়ান হাই ড্যাম নামে সুবিশাল কৃত্রিম এক জলাধার নির্মাণের উদ্যোগ নেন তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের। জলাধারের জলস্থর  বেড়ে গিয়ে মন্দিরের ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় মন্দির অপেক্ষাকৃত উচূ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। ইউনেস্কোর এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সরানোর কাজ শুরু হয় পঞ্চাশটি দেশের সহযোগিতায়। সম্পূর্ণ মন্দিরটি ২০-৩০ টন ওজনের বিশাল বিশাল পাথরের ব্লক কেটে নতুন জায়গায় প্রতিস্থাপন করা হয়। হিসেব কষে নিখুঁত ভাবে সূর্যের কক্ষ পথের সঙ্গে মন্দিরের অবস্থানকে আগের মতো করে মিলিয়ে দেওয়া হয়। এই অসাধারণ কাজটি শেষ করতে সময় লেগেছিল চার বছর। আরটিভি/ ডিসিএনই
মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
ফুটবল তারকা মোহাম্মদ সালাহর দেশ মিশরে গত শনিবার (৯ নভেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ।  এতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদিসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সময় বিকেল ৩টায়  প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় মিশরে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের দুটি দল ‘তাব্বা বনাম দাররাসা’ টিমের মধ্যে।   দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অঙ্গ ছাত্র সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দাররাসা টিম ২-০ গোলে এগিয়ে যায় এবং বিরতির পর আরও দুই গোল দিয়ে চূড়ান্ত জয় অর্জন করতে সক্ষম হয় তারা।   দাররাসা টিমের হয়ে মোহাম্মদ ওমায়ের (২২) দুই গোল, মিনহাজ (২১) এবং নাসিম (২০)  এক এক গোল করে দাররাসার বিজয় চূড়ান্ত করে।  ম্যাচটির দর্শকের গ্যালারিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ, বিশেষ অতিথি ছিলেন আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি, আল-আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্রাবাসের (মাদিনাতুল বুঊসিল ইসলামিয়া) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থাপক আলা -উদ্দিন-মুহাম্মদ ইমাম সহ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর ‘ইত্তেহাদ’ ও এর অঙ্গ-সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ সহ  দেশটিতে অধ্যয়নরত বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীরা।  খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ এবং আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি। আরটিভি/ডিসিএনই-টি
মিশরে শীতকালীন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাষ্ট্রদূত সামিনা নাজ
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হলো শীতকালীন প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ফারাও ফুটবল কিংবদন্তি মোহাম্মদ সালাহর দেশটির সাধারণ মানুষের কাছে অপরিচিত খেলা এই ক্রিকেট ম্যাচটি ছিল মিশরে এযাবত কালের  সবচেয়ে বড় একটি ক্রিকেট আয়োজন। শনিবার  (৯ নভেম্বর) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাস স্টেডিয়ামে অনুষ্ঠিত  টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও বিখ্যাত আল- আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদিসহ উর্দ্ধতন কর্মকর্তারা। স্থানীয় সময় সকাল ১১টায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী দুটি দল রয়েল চ্যালেঞ্জার্স দাররসা বনাম রয়েল অ্যালায়েন্স। মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ সেবামূলক ছাত্রসংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের আয়োজনে ফাইনাল ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাট করে ১০ ওভারে ৭৫ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স দাররাসা। দাররাসার হয়ে ২৭ বলে ৩৩ রান নিয়ে সর্বোচ্চ রান করেন প্রিন্স মাহমুদ (২১)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে পাওয়ার প্লে-তে রয়েল অ্যালায়েন্স এর ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ব্যাটিং করে। রয়েল অ্যালায়েন্স এর ক্যাপ্টেন এবং ওপেনার তামিম উদ্দিন (২৩) ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হওয়ার পর ধীরে ধীরে ম্যাচ রয়েল চ্যালেঞ্জার্স দাররাসার দিকে ঝুঁকে যায়। টানটান উত্তেজনা ম্যাচটিতে দুই ওভারে রয়েল এলাইন্সের প্রয়োজন ছিল ২৫ রান এবং শেষ বলে ২ রান। গ্রুপের  ব্যাটসম্যান জিহাদুল ইসলাম (২৩) এর ঝলকে শেষ বলে ৪ মেরে চ্যাম্পিয়ন হয় রয়েল অ্যালায়েন্স এবং রানার্স আপ হয় রয়েল চ্যালেঞ্জার্স দাররাসা। টুর্নামেন্টটিতে ১৫১ রান এবং সর্বোচ্চ ১৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়: রয়েল অ্যালায়েন্সের অলরাউন্ডার এবং ক্যাপ্টেন তামিম উদ্দিন (২৩)।  ফাইনাল ম্যাচটির দর্শকের গ্যালারিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও বিশেষ অতিথি ছিলেন আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদি, আল-আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্রাবাসের (মাদিনাতুল বুঊসিল ইসলামিয়া) ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক ব্যবস্থাপক  আলাউদ্দিন মুহাম্মদ ইমামসহ আল-আযহারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর ‘ইত্তেহাদ’ ও এর অঙ্গ-সংগঠনের ছাত্রনেতাসহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বিপুল পরিমাণ মিশরীয় দর্শক। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ এবং আল-আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল-সাঈদিসহ উপস্থিত আল-আজহারের অন্যান্য কর্মকর্তারা।
রমজানে খেজুর সিন্ডিকেট ভাঙতে চায় আশ ফাউন্ডেশন
ইফতারের প্রায় অনিবার্য অনুষঙ্গ খেজুর সাধারণ মানুষের কাছে ক্রয় মূল্য পৌঁছে দিয়ে বেআইনি চক্র ও সিন্ডিকেট ভাঙতে চায় বাংলাদেশের মানবিক সংস্থা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (আশ) ।  মিশরের বিভিন্ন খেজুর বাগান থেকে সরাসরি খেজুর ক্রয় করে তার সাথে শুধু পরিবহন ও ট্যাক্স যোগ করার পর প্রতি কেজিতে যে মূল আসবে কোন মুনাফা ছাড়াই ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে খেজুর পৌঁছে দিতে চায় সংস্থাটি। ইতোমধ্যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনর চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মিশর এসে বিভিন্ন খেজুর বাগান ও স্থানীয় খেজুর ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন।  শুক্রবার (৮ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোর একমাত্র বাংলাদেশি রেস্টুরেন্ট ইন্দু-বাংলায় বসে এক সাক্ষাৎকারে আরটিভি প্রতিনিধিকে প্রকৌশলী নাসির উদ্দিন জানান, কিছুদিন আগে দেশে যখন শাক-সবজির দামে নাভিশ্বাস উঠেছিল ভোক্তাদের, তখন মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা সরাসরি কৃষক থেকে শাক-সবজি ক্রয় করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিয়েছি ক্রয় মূল্যে। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট পুকুর পাড়ে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে শাক-সবজি বিক্রয় দেখে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মানবিক সংগঠন আমাদের অনুসরণ করে।  আর এ সকল ভ্রাম্যমাণ দোকানে সাশ্রয়ী দামে সবজি কিনতে ভিড় করে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। এতেই ভেঙে পরে দেশের সবজি সিন্ডিকেট।  এবার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন রমজানে আমরা পরিক্ষামূলকভাবে ক্রয়মূল্য খেজুর পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের কাছে। প্রথমে বিভিন্ন জাত ও দামের কয়েক টন খেজুর নিয়ে পরিক্ষামূলকভাবে কাজ শুরু করব। যদি সাধারণ মানুষের সাড়া পাই, তা হলে দেশের বিভিন্ন জেলায় এর প্রসার ঘঠাব। একজন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা ও সহযোগিতা।  আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কম্পানি থেকে রেজিস্ট্রেশন পায় এবং ২০১৯ সালে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি। মিশর থেকে গাজার নির্যাতিত মানুষের জন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশন ও ASH Foundation USA INC. এর চলমান বিবিধ জরুরি মানবিক কর্মসূচি চলমান রয়েছে। এ ছাড়াও প্রবাস ফেরত যাত্রীদের সহায়তায় চট্টগ্রাম বিমানবন্দরে রয়েছে চলমান আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার।
মিশরে জাতিসংঘ প্রদর্শনীতে সিলেটের প্রকল্প উপস্থাপন
মিশরের নতুন রাজধানী নিউ কায়রোতে  জাতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরবান ফোরামে 'বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেছেন বাংলাদেশের (আশ) আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।   গত বুধবার ওয়ার্ল্ড আরবান ফোরামের (WUF12) ১২তম অধিবেশন অংশগ্রহণকারী সংস্থা সমূহে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে সিলেটের গোয়াইন ঘাটের হাওড় অঞ্চলে নৌকায় স্থাপিত ‘বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।  জাতিসংঘের উদ্যোগে  নিউ কায়রোর মিশর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই অধিবেশনে বাংলাদেশ সহ বিশ্বের ১৮২টি দেশের বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রায় ৩৭ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে পরিচিতির এক পর্যায়ে বরাবরের মতো বাংলাদেশে  আসার আমন্ত্রণ জানিয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী  মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ। উই ওইল শো ইউ এ বিউটিফুল বাংলাদেশ’।  ২০০২ সালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়ার্ল্ড আরবান ফোরামের (WUF) উদ্বোধনী অধিবেশনের পর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এই প্রথম বার আফ্রিকার আরেক দেশ মিশরে অনুষ্ঠিত  ১২তম অধিবেশন।   গত সোমবার (৪ই অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জাতি সংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক অ্যানা ক্লাউডিয়া, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি, অর্থমন্ত্রী আহমেদ কাউচৌক, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রানিয়া আল-মাশাত, স্থানীয় উন্নয়ন মন্ত্রী মানাল আওয়াদ, আবাসন মন্ত্রী শেরিফ এল-শেরবিনি ও বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সহ মিশরে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনৈতিকবৃন্দ। আরটিভি/ ডিসিএনই
লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু
লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি লেবাননে কর্মরত মোহাম্মদ নিজাম উদ্দিন নামে আমাদের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মারা গেছেন। উনার বয়স ৩১ বছর। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাষ্ট্রদূত আরও বলেন, মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা। এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেমিট্যান্স যোদ্ধা নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।  তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আরটিভি/এমকে