• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সিনহা হত্যা মামলায় ৭ আসামিকে সাত দিনের রিমান্ড (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২০, ২১:৪৬

পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ৭ আসামিকে সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে রাত ৮টার দিকে কক্সবাজার আদালতে র‌্যাব প্রত্যেক আসামিকে ১০ দিন করে রিমান্ড আবেদন করে। আদালত ওসি প্রদীপসহ ৩ আসামিকে ৭ দিন করে রিমান্ড দেন। বাকি ৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। পরে আদালত আসামিদের রিমান্ডের আদেশ পরিবর্তন করে ৭ আসামির ৭ দিন করে রিমান্ড দেন। এছাড়া, পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে কড়া নিরাপত্তায় ওসি প্রদীপকে চট্টগ্রাম থেকে পুলিশি নিরাপত্তায় কক্সবাজার আদালতে নেয়া হয়। আর লিয়াকতসহ অন্য ৮ আসামিকে জেলা পুলিশ লাইন্স থেকে কক্সবাজার আদালতে আনা হয়। পরে বিকেলে ৮ আসামি ও প্রদীপকে সরাসরি আদালতে নেয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আদালতের এজলাসে তোলা হয়।

এমকে/জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
আবু সাঈদ হত্যা মামলায় নতুন আরও ৭ আসামি
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ সাত দিনের রিমান্ডে
সাংবাদিক মাসউদ হত্যা মামলায় ৭ আসামি রিমান্ডে