• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

দেশে করোনায় মৃত ২৬৫৫ জন পুরুষ, নারী ৭১০

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২০, ১৪:৩৫
Professor Dr. Nasima Sultana. File image.
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ফাইল ছবি।

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৬৫ জনে। গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৫, নারী ৭ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৬৫৫ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৭১০ জন। শনাক্ত বিবেচনায় ৭৮ দশমিক ৯০ শতাংশ পুরুষ, ২১ দশমিক ১০ শতাংশ নারী মারা গেছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১১ জন। শনাক্তের হার ২২ দশমিক ২৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ১১৩ জনে। এদিকে আরও ১০২০ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক লাখ ৪৬ হাজার ৬০৪ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু বাড়ার কারণ জানালেন স্বাস্থ্যের ডিজি 
এক সপ্তাহে ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৮