• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

চলে গেলেন সঙ্গীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী

আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২০, ১৮:০৭
Alauddin Ali
আলাউদ্দিন আলী। ফাইল ছবি।

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী। রোববার (০৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীশ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আজ বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। বর্তমানে ইউনিভার্সেল মেডিকেলে তার মরদেহ আছে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

দাফন-কাফনের বিষয়টি নিয়ে তিনি বলেন, তার পরিবার আছেন। তারা এখনও সিদ্ধান্ত নেননি। পরে জানা যাবে।

উল্লেখ্য, গত শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাকে লাইফ সাপোর্টে নেয়া।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেছেন অর্থনীতিবিদ আনিসুর রহমান
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের স্ত্রী মারা গেছেন
মারা গেছেন ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ -এর জুলিয়েট