• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

অসুস্থ হয়ে হাসপাতালে সাহেদ (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২০, ১৩:১২
Shahed was brought to the ACC office in Segunbagicha from Keraniganj Central Jail.
মো. সাহেদ

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ। মঙ্গলবার সকালে তাকে হাপাতালে নেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত দিনের রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থবোধ করেন তিনি। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য জানান, সোমবার রমনা মডেল থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপর রাতে অসুস্থবোধ করেন। সুস্থ হলে বুধবার তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে সোমবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। সেখানে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর পর রমনা মডেল থানা হেফাজতেই ছিলেন তিনি।

সাহেদের বিরুদ্ধে ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত না দেয়ায় সুদসহ দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

মামলায় বলা হয়, এই অর্থ আত্মসাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ চারজন জড়িত।

এছাড়া ঋণ দেয়ার যেসব শর্ত বিবেচনা করার কথা ছিল তা নিয়মমাফিক করেনি ব্যাংকটি। পদ্মা ব্যাংকে অর্থ আত্মসাৎ ছাড়াও এনআরবি ব্যাংক লিমিটেড থেকে ১ কোটি ৫১ লাখ টাকার লেনদেনের তথ্যপত্র পর্যালোচনা করে সাহেদের বিরুদ্ধে আত্মসাৎ ও পাচারের অভিযোগে এরই মধ্যে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

আরও পড়ুন:

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পেয়ে কারামুক্ত রিজেন্টের সাহেদ
সাহেদসহ ৫ জনের বিচার শুরু
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদকে খালাসের রায় স্থগিত
অস্ত্র মামলায় রিজেন্টের সাহেদের খালাস