বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা বাড়িয়েছে মালদ্বীপ
বাংলাদেশি শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সার্কভুক্ত দেশ মালদ্বীপ। এতদিন ধরে নিষেধাজ্ঞার মেয়াদ ছিল আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবার সেটি আরও দীর্ঘায়ত হলো।
দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসমাইল বৃহস্পতিবার বলেন, ২০১৯ সালে ঘোষিত কোটা পদ্ধতি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য মালদ্বীপে বসবাস করতে পারবেন প্রতিটি দেশ থেকে আসা মোট দেড়লাখ অভিবাসী।
মন্ত্রী ফায়াজ ইসমাইলের কথা অনুযায়ী বাংলাদেশ এই সংখ্যা পেরিয়ে গেছে। এছাড়া দেশটির একটি ইংরেজি অনলাইন সংবাদ দ্য এডিশন তাদের প্রতিবেদন জানিয়েছে, বাংলাদেশি অভিবাসীরা কোটা অতিক্রম করে ফেলেছে। তাই বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো থেকে শ্রমিক আসতে পারবে।
তবে ফায়াজ ইসমাইল এটিও জানিয়েছেন, পেশাদার কর্মীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এদিকে মালদ্বীপের ইমিগ্রেশন জানিয়েছে, কাজের ভিসা নিয়ে মালদ্বীপ যাওয়া এক লাখ ৪৪ হাজার ৬০৭ জন শ্রমিকের মধ্যে বর্তমানে অবৈধভাবে বসবাস করছেন ৬৩ হাজার অভিবাসী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, গত সোমবার পর্যন্ত ৫ হাজার ৪৯ জন অবৈধ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তবে ধারণা করা হচ্ছিল ২০২০ সালের মধ্যে অন্তত ২০ হাজার অবৈধ শ্রমিক বাংলাদেশে ফেরত আসবে।
এমআর/পি
মন্তব্য করুন