বিমানবন্দর স্টেশনে ১০ সেপ্টেম্বর থেকে থামবে ট্রেন
করোনার কারণে প্রায় সাড়ে ছয় মাস পর আসছে ১০ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামবে ট্রেন। স্টেশন থেকে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনের যাত্রীরা ওঠানামা করতে পারবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর রেলস্টেশনের পাশাপাশি আসছে ১০ সেপ্টেম্বর থেকে জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনের এবং ভৈরব বাজার স্টেশনে শুধুমাত্র কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেয়া হবে ও যাত্রী ওঠানামা করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সঙ্গে এসব স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়কৃত কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী-ভৈরব বাজার স্টেশন থেকে কিনতে পারবেন যাত্রীরা।
এসএস
মন্তব্য করুন