• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

বিমানবন্দর স্টেশনে ১০ সেপ্টেম্বর থেকে থামবে ট্রেন

আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২০, ২৩:৪৮
The train will stop at the airport station from September 10
ফাইল ছবি

করোনার কারণে প্রায় সাড়ে ছয় মাস পর আসছে ১০ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামবে ট্রেন। স্টেশন থেকে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনের যাত্রীরা ওঠানামা করতে পারবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর রেলস্টেশনের পাশাপাশি আসছে ১০ সেপ্টেম্বর থেকে জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেনের এবং ভৈরব বাজার স্টেশনে শুধুমাত্র কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেয়া হবে ও যাত্রী ওঠানামা করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সঙ্গে এসব স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়কৃত কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী-ভৈরব বাজার স্টেশন থেকে কিনতে পারবেন যাত্রীরা।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু
বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন