ফিফার কাছে দলবদলের অনুমতি চেয়েছেন মেসি
বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতেই ঠিকানা খুঁজে নিতে চলেছেন লিওনেল মেসি। এমন সংবাদই প্রকাশ করেছে আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সংবাদপত্র, ওলে।
এছাড়াও লিওনেল মেসির জন্মস্থান আর্জেন্টিনার প্রায় সব গণমাধ্যমের শিরোনাম এই সুপারস্টারের বার্সেলোনা ছাড়ার খবর। বার্সার জার্সিতে প্রায় সব ট্রফিই জিতেছেন মেসি।
অথচ ট্রফিহীন একটা মৌসুমের কারণে বার্সেলোনায় শেষটা ভালো হতে যাচ্ছে না বলেও খবর করেছে, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।
এদিকে কাতালন ক্লাবটি ছাড়তে প্রায় সব চেষ্টাই করছেন লিও।
বেইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি এক টুইট বার্তায় জানিয়েছেন, ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্রও চেয়েছেন এলএম টেন।
জানা গেছে, তাঁর পছন্দের তালিকায় আছে ম্যানসিটির নাম।
তবে ম্যানসিটি ছাড়াও মেসিকে পাওয়ার দৌড়ে আছে পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো ক্লাবগুলো। তবে আর্জেন্টাইন তারকাকে পেতে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হবে আগ্রহী ক্লাবগুলো। কারণ মেসিকে পেতে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে।
বাংলাদেশি মুদ্রায় তা সাত হাজার ১০ কোটি ৬২ লাখ টাকার বেশি। সবকিছুর হিসাব-নিকাশ মেলাতে ঘুম হারাম হচ্ছে আগ্রহী ক্লাবগুলোর।
এখানেই শেষ নয়। মেসি চাইলেও বার্সা ছাড়তে অনেক জটিলতা আছে। চুক্তিপত্র অনুযায়ী, গেলো ১০ জুনের মধ্যে মেসি তাঁর ইচ্ছের কথা জানালে তিনি বিনা ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পেতেন।
তবে করোনার কারণে মৌসুম পেছানোয় এই শর্তের কার্যকারিতা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হতে পারে। যদি বাড়ানো না হয় তাহলে লড়াইটা আদালতেও গড়াতে পারে।
এসজে
মন্তব্য করুন