মির্জা ফখরুলসহ বিএনপির ৫ নেতার নাশকতা মামলার স্থগিতাদেশ আপিলে বহাল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলার সব কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একইসঙ্গে, মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে রুল নিষ্পত্তির দিন তারিখ উল্লেখ করেননি আপিল বিভাগ। আদেশের বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার এহসানুর রহমান।
রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে তা নিষ্পত্তি করে বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
মির্জা ফখরুল ইসলাম ছাড়া বিএনপির অন্যান্য নেতারা হলেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান টুকু।
আরও পড়ুন: গণতন্ত্রশূন্যতার দুঃসময়ে কবি নজরুল প্রেরণা যোগায়: রিজভী
এসজে
মন্তব্য করুন