ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

দুলু ও তার স্ত্রীর সাত কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০ , ০১:৫৮ পিএম


loading/img
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। জব্দকৃত টাকার পরিমাণ সাত কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও টেন্ডারবাজির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন ছিল। এই অনুসন্ধানের অংশ হিসেবে এসব ব্যাংক হিসাব জব্দের জন্য দুদুকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. শফি উল্লাহ-এর অনুরোধের প্রেক্ষিতে-বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে সাত কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করা হয়েছে।  

আরও পড়ুন: ঘরে সরকারি চাল, পুলিশ দেখে দৌড়ালেন নারী ইউপি সদস্য

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |