• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শ্রেষ্ঠ উদাহরণ বাংলাদেশ : বান কি মুন

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৩
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শ্রেষ্ঠ উদাহরণ বাংলাদেশ : বান কি মুন
বান কি মুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শ্রেষ্ঠ উদাহরণ বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেন জাতিসংঘের ৮ম সেক্রেটারি জেনারেল বান কি মুন।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বান কি মুন ঢাকায় স্থাপিত জিসিএ বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বান কি মুন বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। সে কারণেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই জিসিএ অফিস খোলা হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও এগিয়ে যাবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষুদ্র আগাছা থেকে জাতিসংঘের প্রতীক হয়ে উঠল যে ফুল!
ইসরায়েলি হামলায় নিহত আরও অর্ধশত ফিলিস্তিনি
জাতিসংঘের আইসিএসসি সদস্য নির্বাচিত বাংলাদেশ
আইসিএসসির সদস্য নির্বাচিত হলেন রাষ্ট্রদূত মুহিত