• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৮
দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে
ফাইল ছবি

দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের ভারত-বাংলাদেশ মৈত্রী বৃত্তি পাবে। নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ এর আওতায় তাদের বৃত্তি দেয়া হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০২০-২০২১ অর্থবছরে এই স্কলারশিপ স্কিমের আওতায় মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনিদের বৃত্তি দিতে দরখাস্ত আহ্বান করেছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভারত ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ঢাকার ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন নেয়া হবে।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্রছাত্রীকে (মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি) এই স্কলারশিপ স্কিমের আওতায় বৃত্তি দেয়া হবে।

স্নাতক পর্যায়ে এককালীন পঞ্চাশ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন বিশ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।

বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিত্রের শত্রুতা, কোন পথে ভারত-বাংলাদেশ সম্পর্ক
ভারত-বাংলাদেশ উত্তেজনায় ‘অপতথ্য’
ভারত-বাংলাদেশের সম্পর্ক টিকে আছে বিশ্বাস ও শ্রদ্ধায়: প্রণয় ভার্মা