• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপ

'টসে শিরোপা' জানতেন না বাংলাদেশের অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৫
অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপ
ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনালে লড়াই করে ম্যাচ সমতায় ফেরায় বাংলাদেশ। তবে ১১ জনের টাইবেকার শটের পরও ম্যাচের ফলাফল না আশায়, ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় কয়েন টসের ম্যাধ্যমে।

রেফারিকে ডেকে টস করতে বলেন ম্যাচ কমিশনার। দুই দলের অধিনায়ককে টসে ডাকেন রেফারি।

তবে টসে শিরোপার বিষয়টি জানতেন না বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার।এই প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করেছিলাম পুনরায় শট হবে এজন্য টস।

এই অধিনায়ক আরও বলেন, আমাদেরকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। আমি টসের জন্য গিয়েছিলাম শুধু।

তারপরও যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে আফঈদা খুশি। তিনি বলেন, ম্যাচ শেষ হয়েছে। যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছি। এতে খুশি। আমরা তো ম্যাচের কোনও সময় হারিনি। তাই আমাদের খুশি কম নয়।

বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এ প্রসঙ্গে বলেন, টুর্নামেন্টের বাইলজে নেই এ রকম টস৷ ফলে আমরা টস মানব কেন? তাছাড়া শিরোপা নির্ধারণী টস নিয়ে জানতামও না।

তিনি আরও বলেন, টসের মাধ্যমে শিরোপা জয় কখনোই ছিল না। ম্যানেজার মিটিংয়ে টুর্নামেন্টের বাইলজ (নিয়ম) ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে এসব কোনো আলোচনা হয়নি, সব দল টুর্নামেন্টের নিয়ম মেনে খেলতে এসেছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিত্রের শত্রুতা, কোন পথে ভারত-বাংলাদেশ সম্পর্ক
ভারতের কাছে হেরে বাংলাদেশের সুপার ফোর শুরু
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ
বিজয়ের দিনে পুরুষদের পর জয় উপহার দিলেন মেয়েরাও