ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

আইনজীবী ইউনুছ আলী আকন্দকে আদালতে তলব, ২ সপ্তাহ পেশা থেকে অব্যাহতি

আরটিভি নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০ , ০১:২১ পিএম


loading/img
আইনজীবী ইউনুছ আলী আকন্দ

দেশের ফেসবুকে ভার্চুয়াল আদালত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট দেয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আইনজীবী পেশা বা কাজ থেকে ২ সপ্তাহ বিরত থাকার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

একই সাথে তাকে আগামী ১২ অক্টোবর আদালতে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কেন ওই আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তার ব্যাখ্যা আগামী ১১ অক্টোবরের মধ্যে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবীর পোস্টটি আদালতের সামনে আনেন। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও আদালতের সঙ্গে সংযুক্ত ছিলেন।

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |