• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

করোনায় মারা গেলেন ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১৪:০২
Professor. Mirza Mazharul Islam
ডা. মির্জা মাজহারুল ইসলাম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রবীণ এই চিকিৎসক ও ভাষাসংগ্রামী বারডেমে আইসিইউতে ভর্তি হন। ডা. মির্জা মাজহারুল মৃত্যুর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫২ সালে এমবিবিএস পাস করেন মির্জা মাজহারুল ইসলাম। ১৯৮৫ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন তিনি।

আজ বাদ জোহর বারডেম জেনারেল হাসপাতালে তার জানাজা হবে। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুনঃ

নারী নির্যাতনসহ যে কোনো অপরাধে কঠোর অবস্থানে সরকার: কাদের

স্ত্রী ও দুই মেয়ের হাতে প্রাণ গেল বৃদ্ধের

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম মারা গেছেন
মারা গেছেন ‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ
মারা গেছেন অ্যাকশন তারকা সুদীপ পাণ্ডে
সাবেক আইজিপি আজিজুল হক মারা গেছেন