• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা চেয়ে আইনি নোটিশ

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২০, ১৭:৪৭
Legal notice than separate, compartment, rtv news
ছবি সংগৃহীত

নারীদের জন্য রেলগাড়িতে পৃথক কামরা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন রেজিস্ট্রি ডাকযোগে আজ মঙ্গলবার এ নোটিশ পাঠান।

নোটিশটি রেল মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, রেলওয়ের মহা ব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে পাঠানো হয়েছে।

নারীদের জন্য পৃথক কামরার ব্যবস্থা সংবলিত আইন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তা না হলে বিষয়টি আদালতের নজরে আনা হবে বলে জানান নোটিশকারী আইনজীবী।

আইনজীবী আজমল হোসেন খোকন গণমাধ্যমকে জানান, প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক একটি কামরার কথা বলা থাকলেও সেটি কোনও ট্রেনে বাস্তবায়ন না হওয়ায় এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে আইন-১৯৮০-এর ৬৪ ধারা অনুসারে নারীদের জন্য সংরক্ষিত বিশেষ কামরা বরাদ্দ রাখার ব্যবস্থার কথা বলা আছে। এখন পর্যন্ত আইনটি বাস্তবায়ন হয়নি। তাই এ আইন বাস্তবায়ন চেয়ে এই নোটিশ পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কের নারী বেলুন পাইলট ওজদেম
লক্ষ্মীপুরে পিস্তলসহ নারী আটক
হিলিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
চাঁদপুরে ৩ নারী দালালকে কারাদণ্ড