লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. ফয়সল (২৮)।
বিজ্ঞাপন
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সল বালাইশপুর গ্রামের ফজলুল করিমের ছেলে ও বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, রাতে স্থানীয় পোদ্দার বাজার থেকে ফয়সাল নিজ বাড়ি যাচ্ছিলেন। এ সময় চৌকিদার বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
দত্তপাড়া পুলিশ জানায়, 'লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'