দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে টস হেরে ব্যাটিংয়ে কলকাতা নাইটরাইর্ডাস (কেকেআর)।
গুজরাটের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে গিয়ে ১০ উইকেটের ব্যবধানে জয় পেয়েছিল শাহরুখ খানের দল। যদিও নিজেদের প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসের কাছে ৭ উইকেটে হার দিয়ে আসর শুরু করেছে রোহিত শর্মার দল।
কেকেআরের হয়ে গেলো ম্যাচে খেলেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ম্যাচেও খেলছেন না তিনি একাদশে।
এদিকে মুম্বাইয়ের একাদশে আজ মাঠে নামেছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন তিনি। হয়েছিলেন সিরিজ সেরা। টিম সাউদির পরিবর্তে দলে নেয়া হয়েছে মালিঙ্গাকে। আবার আম্বাতি রাইডুর পরিবর্তে নেয়া হয়েছে হরভজন সিং-কে।
কেকেআরে একটি পরিবর্তন। পিযুষ চাওলার পরিবর্তে নেয়া হয়েছে মিডিয়াম পেসার অনিকেট রাজপুতকে।
কলকাতা নাইট রাইডার্স
গৌতম গম্ভীর (অধিনায়ক),ক্রিস লিন, রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মনিস পান্ডে, ইউসুফ পাঠান, সুর্যকুমার যাদব, ক্রিস ওকস, কুলদীপ যাদব, সুনিল নারিন, অনিকেত রাজপুত, ট্রেন্ট বোল্ট।
মুম্বাই ইন্ডিয়ান্স
পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), জস বাটলার, রোহিত শর্মা (অধিনায়ক), নিতিশ রানা, ক্রুনাল পান্ডে, কাইরন পোলার্ড, হার্ডিক পান্ডিয়া, হারভজন সিং, মিচেল ম্যাকক্লেনঘান, লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ।
ওয়াই/জেএইচ