এ বছর অর্ধেকেরও নিচে নেমে গেছে মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। গেলো বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫৬ শতাংশ। এছাড়া মোট পাসের হার কমেছে ১২.২ শতাংশ।
গেলো বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৮৯৫ জন জিপিএ-৫ পেয়েছিল। এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৬১০ জন।
২০১৬ সালে দাখিল পরীক্ষায় অংশ নেয়া ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন। এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়া দুই লাখ ৫৩ হাজার ৩৪৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১ লাখ ৯৩ হাজার ৫১ জন। গেলো বছরের চেয়ে এবার ২৪ হাজার ২৬৩ শিক্ষার্থী কম পাস করেছেন।
২০১৬ সালের পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ ছিল। এ বছর পাসের হার ৭৬.২০ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
- এবারও মাধ্যমিকে এগিয়ে মেয়েরা
- কমলেও জিপিএ ৫ এক লাখের বেশি
- মাধ্যমিকে জিপিএ ও পাসের হার কমেছে
- মোবাইল ফোনে যেভাবে জানবেন রেজাল্ট
- মোবাইলে ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে
- বরিশালে পাসের হার কমেছে ২.১৭ শতাংশ
কে/এসএস