• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

পরী-ডিবি কর্মকর্তার সম্পর্ক, ছাড় দিবে না সিআইডি

আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২১, ১৩:২৮
পরী-ডিবি কর্মকর্তার সম্পর্ক, ছাড় দিবে না সিআইডি
ফাইল ছবি

সম্প্রতি পরীমণির সঙ্গে এক গোয়েন্দা কর্মকর্তার সম্পর্কের বিষয় গণমাধ্যমে উঠে এসেছে। এ ঘটনায় চলছে তুমুল সমালোচনা। তাদের সম্পর্ক বিষয়ের অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

সিআইডি কার্যালয়ে আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এক ব্রিফিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শেখ ওমর ফারুক বলেন, পরীমণির মামলা তদন্ত সংশ্লিষ্টে কারও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ পেলে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে আইনের আওতায় আনা হবে।

নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা যা করা প্রয়োজন, আমরা সবাই ব্যবস্থা নেব।

তিনি বলেন, মামলার সঙ্গে যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকলকে আমরা আইনের আওতায় আনব।

পরীমণির বাসায় ৪ আগস্ট বিকেলে অভিযান শুরু করে র‌্যাব।
অভিযানে বিপুল মাদকসহ সন্ধ্যায় তাকে আটক করে র‍্যাবের প্রধান কার্যালয়ে নেয়া হয়। রাতভর জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা দিয়ে বনানী থানায় হস্তান্তর করা হয়।

কেএফ/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়