করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইইউ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, করোনার টিকা ক্রয় এবং দেশব্যাপী টিকাদান কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য এ ঋণ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার নেতিবাচক প্রভাব হ্রাসের পাশাপাশি এই আর্থিক সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করবে। নাগরিকদের করোনার প্রভাব থেকে নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, বাংলাদেশ এবং ইআইবির অংশীদারিত্বে করোনা টিকা কেনার জন্য ২৫ কোটি ইউরোর এই ঋণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ইআইবির কর্মকাণ্ড বিস্তার হচ্ছে এবং তা ভবিষ্যতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
আরএ/এসকে