ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিদ্যুতের চাহিদা দিনে সাড়ে ৯ হাজার মেগাওয়াট

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১১ জুন ২০১৭ , ০২:৪৬ পিএম


loading/img

বর্তমানে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে প্রায়  সাড়ে ৮ হাজার থেকে সাড়ে ৯ হাজার মেগাওয়াট। এখন সে অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিজ্ঞাপন

রোববার সংসদে সরকারি দলের সাংসদ কামাল আহমেদ মজুমদারের  প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে মোট ১১ হাজার ৩৬৩ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এগুলো ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।  বর্তমানে মোট ৪ হাজার ৯১৭ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন। এগুলো ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। বর্তমানে মোট ৬ হাজার ৪১৫ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এছাড়া পরিকল্পনার অংশ হিসেবে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি পরমাণু শক্তি নির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রাথমিক কার্যক্রম এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ আমদানি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।

এমসি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |