আসছে নির্বাচনে অংশ নেবে বিএনপি। ফেয়ার নির্বাচন হলে আমরাই জিতবো। বললেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েই কেবল নিরপেক্ষ নির্বাচন সম্ভব। কারণ আওয়ামী লীগের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি এবং হবেও না।
খালেদা বলেন, দেশের মানুষের প্রতি আওয়ামী লীগ নেত্রীর কোনো মমতা নাই। অথচ বলেন যে তিনি না কী দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু এখন দেশের মানুষ জীবন দিচ্ছে। তিনি ভ্রমণ করছেন। তাহলে এতে কী প্রমাণিত হয়, তিনি কী জীবন দিতে প্রস্তুত?
তিনি আরো বলেন, আমরা নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলেছি। এটা যেকোনো নামে হতে পারে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগকে দেশের মানুষ আবার শিক্ষা দেবে।
৫ জানুয়ারিতে কোনো নির্বাচন হয়নি উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, কেউ নির্বাচনটির স্বীকৃতি দেয়নি। একমাত্র আমাদের প্রতিবেশী দেশ(ভারত) দিয়েছে। কিন্তু এবার তাদের সুরটাও একটু অন্যরকম।
তিনি বলেন, আগামি নির্বাচনে বিএনপি ও ২০ দল না গেলে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ একা নির্বাচন করতে পারবে না।
আওয়ামী লীগের নিম্ন সারির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সময়টা কিন্তু ভালো না। আর সামনেও ভালো সময় আসছে না। গণনাকারীরাও এ কথা বলছে। কাজেই ছোট ছোট যা বানিয়েছেন তা নিয়ে কেটে পড়েন। কারণ বড়রা তাদের ব্যবস্থা করেছেন, পকেটে টিকিট নিয়ে ঘুরছেন। অবস্থা দেখলেই উড়াল দেবেন আকাশে।
এ সময় ঢাকা মহানগর বিএনপির(দক্ষিণ) সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
কে/জেএইচ